Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইশ বছর পর ইন্টার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ইতালিয়ান সিরি’আতে নাপোলির মাঠে ইন্টার মিলান তাদের বিপক্ষে শেষ জয়টা দেখেছিলো ১৯৯৭ সালের অক্টোবরে। তার পর কেটে গেছে ২২টি বছর। এই সময়ে ঘরের মাঠটা ইন্টারের কাছ থেকে এক প্রকারে অপ্রতিরোধ্য দুর্গের ন্যায় আগলে রেখেছিলো নাপোলি। জয় নিয়ে মাঠ ছাড়তে দেয় নি নেরাজ্জুরিদের। কিন্তু সেই দুর্গ ইন্টার ভেঙে দিয়েছে। নাপোলির মাঠে দীর্ঘ ২২ বছর পর জয় ছিনিয়ে নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।

নাপোলির মাঠ পরশু থেকে ৩-১ গোলে জয় ছিনিয়ে এনেছে এবারের সিরি’আ শিরোপার অন্যতম দাবীদার ইন্টার মিলান। লুকাকুর জোড়া গোলে সেই সাথে তারা ঘোচালো দীর্ঘ দুই দশকের জয়খরা। ঘরের মাঠ স্তাদিও সান পাওলোতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে যাচ্ছিলো নাপোলি। কিন্তু ম্যাচের ১৪ মিনিটে পুরো গ্যালারি স্তব্ধ করে দিয়ে সফরকারীদের লিড এনে দেন রোমেরো লুকাকু। ম্যাচের ৩৩ মিনিটে স্বাগতিকদের জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান লুকাকু। সেই সাথে দল পায় ২-০ গোলের লিড। ঠিক তার ছয় মিনিট পর ম্যাচের ৩৯ তম মিনিটে ক্যালেওনের অ্যাসিস্টে ইন্টারের জালে বল জড়ান এরেক মিলিক।

২-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে আক্রমণের ধাঁর বাড়িয়ে দেয় সফরকারীরা। চলতে থাকে পাল্টা আক্রমণও। জমে উঠে পুরো সান পাওলো। কিন্তু জেই জমজমাট ভাব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকদের সমর্থকেরা। ৬২ মিনিটে নাপোলির জালে তৃতীয়বারের মতো বল জড়ান আর্জেন্টাইন ফুটবলার লাউতারো মার্টিনেজ। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি স্বাগতিকদের। ফলে ৩-১ এর হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। সেই সাথে ভেঙে যায় তাদের ২২ বছরের অপরাজিত থাকার দম্ভও। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ইন্টার মিলান। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে জুভেন্টাস।

আরেক ম্যাচে এফএ কাপের তৃতীয় রাউন্ডে লিডস ইউনাইটেডকে পরশু ১-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছে আর্সেনাল। প্রথমার্ধে এই লিডসই চাপে রেখেছিল গানারদের। একমাত্র গোলে এই জয়ে ভ‚মিকা ছিল নতুন কোচ মিকেল আরতেতার! শিষ্যদের নিষ্প্রভ পারফরম্যান্সে রাগান্বিত প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রথমার্ধে। এর পরেই দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে জয় স‚চক গোলটি করেন নেলসন।

প্রথমার্ধে গানাররা একরকম কোণঠাসা হয়ে পড়েছিল লিডসের মুহুর্মুহু আক্রমণে। লিডসের দুর্ভাগ্য যে আধিপত্য বিস্তার করে খেললেও ভেস্তে গেছে তাদের আক্রমণ। এমন ১৫টি প্রচেষ্টা ছিল লিডসের। যার মধ্যে ছিল প্যাটট্রিক বামফোর্ডের বারে গিয়ে লাগা একটি শটও। দ্বিতীয়ার্ধে ছিল ভিন্ন চিত্র। আরতেতাই তখন রাগান্বিত স্বরে শিষ্যদের তাতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যার ফল মেলে দ্বিতীয়ার্ধে। রেইস নেলসন করেন আর্সেনালের জয় স‚চক গোল। আর্সেনাল গোলরক্ষক মার্তিনেস জানিয়েছেন প্রথমার্ধে কতটা রাগান্বিত ছিলেন কোচ আরতেতা, ‘কোচ অনেক রেগে যাচ্ছিলো। তিনি আমাদের পারফরম্যান্সে খুশি হতে পারছিলেন না। কারণ আমরা জানতাম ওরা এভাবেই খেলতো, আর আমরাও কোচের কথাকে সম্মান দিচ্ছিলাম না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ