বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএম আব্দুল আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনকে ৮ সপ্তাহের মধ্যে আতœসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালিন জামিনসহ এ আদেশ দেন। সে পর্যন্ত তাদের গ্রেফতার এবং হয়রানি করা যাবে না।
হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বরিশাল বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চাইতে হবে।
এগত ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে তাদের বিরুদ্ধে ৩টি পৃথক মামলা দায়ের করেন। একটি মামলায় আউয়ালের স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।