Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার খেয়েও আসামি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভারতের রাজধানী দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগে এবার মামলা হয়েছে বাম ছাত্র নেত্রী ঐশী ঘোষসহ ২০ জনের বিরুদ্ধে। ক্যাম্পাসে হামলার আগের দিন সার্ভার রুমে ভাঙচুরের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।
গত শনিবার জেএনইউ ক্যাম্পাসের সার্ভার রুমে ভাঙচুর করা হয়। দিল্লি পুলিশ মামলার এফআইআরে উল্লেখ করেছে, ফি বৃদ্ধির প্রতিবাদ করার সময় সার্ভার রুমে ভাঙচুর করে বামপন্থী সংগঠনের ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গার্ডকেও মারধর করা হয়।

পুলিশ বলছে, গত শুক্র ও শনিবার এফআইআর দায়ের হয়। পরে সেই এফআইআরে নিরাপত্তারক্ষীকে হেনস্থা করার অভিযোগ আনা হয় ঐশী ঘোষ এবং আরও ৮ জনের বিরুদ্ধে।
গত রোববার রাতে মুখে কাপড় বাঁধা এক দল যুবক হামলা চালায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ব্যাপক ভাঙচুরের পাশাপাশি মারধর করে ছাত্র-ছাত্রীদের। ঘটনায় আহত হন ঐশী ঘোষও। এছাড়া মোট ৩৪ জন ওই ঘটনায় আহত হয়েছেন। সেই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। সূত্র : টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ