Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপ্তাহে ৪ দিন অফিস!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ফিনল্যান্ডে কর্মজীবীদের পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ দিতে সপ্তাহে মাত্র চারদিন অফিসের নিয়ম করার প্রস্তাব দিয়েছেন নতুন ও সবচেয়ে কম বয়সের প্রধানমন্ত্রী সানা মেরিন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, দিনের পাশাপাশি কমানো হয়েছে কর্মঘণ্টাও। এখন থেকে সেদেশের মানুষ ছয় ঘণ্টা করে কাজ করবেন।

৩৪ বছরের সানা বলছেন, ‘আমি বিশ্বাস করি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর অধিকার আছে দেশের মানুষের। এটি তাদের শখ, ভালোবাসা এবং জীবনের একটা ক্ষেত্র।’
এক সন্তানের মা সানা মাত্র ২৭ বছর বয়সে ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে নিজ শহর ত্যামপেরে’র কাউন্সিল প্রধান নির্বাচিত হন। এরপর দেশটির রাজনৈতিক অঙ্গনে দ্রæত উন্নতি করতে থাকেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশটির পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

ফিনল্যান্ডে এখন পর্যন্ত সপ্তাহে পাঁচদিন কাজের নিয়ম। কর্মীদের অফিসে থাকতে হয় আট ঘণ্টা করে। প্রধানমন্ত্রীর এই প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা বেশি। ঘোষণার পরই অধিকাংশ এমপি সাধুবাদ জানিয়েছেন। সূত্র : ডেইলি মেইল।



 

Show all comments
  • Hashem ৮ জানুয়ারি, ২০২০, ৯:২৫ এএম says : 0
    Yes,In present world most of the work is done with machine, hence it is possible.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ