Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসযোগ্য গ্রহের সন্ধান!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরে বসবাসযোগ্য এক গ্রহের সন্ধান পেয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। নাসার গ্রহ সন্ধানের মিশন টিইএসএসে কর্মরত বিজ্ঞানীরা গ্রহটিকে আকারে পৃথিবীর প্রায় সমান বলে ধারণা করছেন।
গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২৩৫তম সভায় গ্রহটির সন্ধান পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। নাম দেওয়া হয়েছে ‘টিওআই ৭০০ডি’। বিজ্ঞানীরা বলছেন, এখানে পানির অস্তিত্ব পাওয়া যাবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এই গ্রহটি বেশ আগ্রহের জন্ম দিয়েছে। আমাদের সৌরজগতের বাইরে সম্ভাব্য বাসযোগ্য যতগুলো গ্রহ এখন পর্যন্ত পাওয়া গেছে তার মধ্যে এটিকে বেশি সুবিধাজনক বলে ধারণা করা হচ্ছে।
গ্রহটির একদিকে সবসময় দিনের আলো থাকে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সূত্র : সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ