Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিদেশে থাকেন এক কোটি ২২ লাখ বাংলাদেশি

সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের কোথাও অস্থিতিশীলতা বিরাজ করলে আমাদের চিন্তা হয়। কেননা সারা বিশ্বে ১ কোটি ২২ লাখ বাংলাদেশি মানুষ ছড়িয়ে আছে। তাই বিশ্বের অর্থনীতি খারাপ হলে আমাদের দুঃখ লাগে। কারণ স্থিতিশীলতা না থাকলে আমরা উন্নয়নের রোডম্যাপ অর্জন করতে পারব না। এজন্য আমরা বিশ্বে স্থিতিশীলতা চাই, শান্তি চাই। গতকাল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন, ঝগড়াঝাঁটি নয় বরং বিশ্বে স্থিতিশীলতা এবং শান্তি চায় বাংলাদেশ।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, অন্যরা ঝগড়াঝাঁটি করুক কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন, ‘ব্যালেন্সড’ দেশ। আমাদের কারো সঙ্গে শত্রুতা নেই। সবার সঙ্গেই বন্ধুত্ব। ওরা ওখানে ঝগড়াঝাঁটি করছে, ওটা তাদের বিষয়, আমাদের না। তবে আমরা এই ব্যাপারে উদ্বিগ্ন। কেননা ইরাকে প্রায় তিন লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত বাংলাদেশিদের খবর নিচ্ছি। তারা সুস্থ আছেন, ভালো আছেন। কেননা ওখানে নির্দিষ্ট টার্গেট লক্ষ্য করে হামলা হচ্ছে। যে কারণে আমাদের লোকজন এখনো কোনো ঝামেলায় পড়েনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ