Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিব্বত সীমান্তে নতুন ট্যাঙ্ক কামানের পরীক্ষা চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

চীনের পিপলস লিবারেশান আর্মি (পিএলএ) তিব্বতের উচ্চ অক্ষাংশ সীমান্ত এলাকায় বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। সেখানে তারা নতুন হালকা ট্যাঙ্ক ও বিমান-বিধ্বংসী মিসাইলসহ সামরিক সরঞ্জামাদি মোতায়েন করেছে। সেনাদের যুদ্ধ প্রস্তুতি এবং অস্ত্র ও সরঞ্জামের সক্ষমতা যাচাইয়ের জন্য এই মহড়া চালানো হচ্ছে বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, পিএলএ’র তিব্বত মিলিটারি কমান্ড “তিব্বতের রাজধানী লাসা থেকে শুরু করে সীমান্ত প্রতিরক্ষা ফ্রন্টলাইন পর্যন্ত এলাকায় ৩৭০০ মিটার থেকে ৪০০০ মিটার উচ্চতায় হেলিকপ্টার, সাঁজোয়া যান, ভারি কামান এবং বিমান বিধ্বংসী মিসাইল মোতায়েন করেছে”। ভারতের সাথে চীনের যে সব সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে, এর বেশির ভাগই পড়েছে তিব্বত অটোনোমাস রিজিওন (টিএআর) এলাকায়। এখানে আন্তর্জাতিক সীমান্তের সাথে নেপাল আর ভ‚টানের সীমান্ত রয়েছে। নতুন বছরে চীনের এটা প্রথম বড় ধরনের সামরিক মহড়া। চীনের সামরিক বাহিনীর প্রধান প্রেসিডেন্ট শি জিনপিং পিএলএ’র শীর্ষ কর্মকর্তাদের বলেছেন যে, সশস্ত্র বাহিনীকে তাদের জরুরি কার্যক্ষমতাকে অবশ্যই বাড়াতে হবে এবং যুদ্ধের প্রস্তুতির জন্য সম্ভাব্য সবকিছু করতে হবে। সিসিটিভির মতে, পিএলএ প্রথমবারের মতো এই মহড়ায় দুটো নতুন অস্ত্র মোতায়েন করেছে: টাইপ ১৫ হালকা ট্যাঙ্ক এবং ১৫৫ মিলিমিটারের যানবাহন থেকে ব্যবহারযোগ্য কামান। সীমান্তে সুরক্ষঅর জন্য উচ্চ অক্ষাংশ থেকে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে এই সরঞ্জামগুলোকে। সামরিক বিশেষজ্ঞরা সিসিটিভিকে বলেছেন, “এই অস্ত্রগুলো মালভ‚মি অঞ্চলের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে এবং সীমান্ত রক্ষায় এগুলো বিশেষ ভ‚মিকা রাখবে”। বেইজিংয়ে ২০১৯ সালের ১ অক্টোবর ন্যাশনাল ডে সামরিক প্যারেডের সময় এই অস্ত্রগুলো প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক বিশেষজ্ঞ গ্লোবাল টাইমসকে বলেন, “তিব্বত মিলিটারি কমান্ডে এগুলো মোতায়েন করায় মালভ‚মি অঞ্চলে পিএলএ’র যুদ্ধ সক্ষমতা বাড়বে। উভয় অস্ত্রেরই শক্তিশালী ইঞ্জিন রয়েছে, যেগুলো তিব্বত অঞ্চলে দক্ষতার সাথে চলাফেরা করতে পারে”। চীনের সামরিক ম্যাগাজিন উইপনে এর আগে বলা হয়েছিল যে, টাইম ১৫ ট্যাঙ্ক বিশ্বের একমাত্র আধুনিক হালকা ট্যাঙ্ক যেটিতে কোন সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এতে জানানো হয় যে, এই ট্যাঙ্কে ১০৫ মিলিমিটারের কামান এবং অত্যাধুনিক সেন্সর সংযুক্ত রয়েছে, যেটা শত্রুর সাঁজোয়া যানকে গুঁড়িয়ে দিতে পারে। উল্লেখ্য ভারি মূল যুদ্ধ ট্যাঙ্কগুলো উচ্চ অক্ষাংশের মালভ‚মি অঞ্চলে ব্যবহারের উপযোগী নয়”। হিন্দুস্তান টাইমস, এসএএম।



 

Show all comments
  • কাওসার আহমেদ ৮ জানুয়ারি, ২০২০, ২:৩৭ এএম says : 0
    খুব ভালো খবর
    Total Reply(0) Reply
  • রফিক ৮ জানুয়ারি, ২০২০, ২:৩৮ এএম says : 0
    খুশি হওয়া কিছই নেই। কারণ নিজেদের স্বার্থের জন্য তারা কাউকে ছাড় দেয় না
    Total Reply(0) Reply
  • সোয়েব আহমেদ ৮ জানুয়ারি, ২০২০, ২:৩৮ এএম says : 0
    এই অস্ত্রের প্রতিযোগিতা যে কবে শেষ হবে?
    Total Reply(0) Reply
  • shaik ৮ জানুয়ারি, ২০২০, ৪:৫১ এএম says : 0
    ............... der Sayesta kora chai
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ