Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদলা হবে ধাপে ধাপে : ঘানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মার্কিন হামলায় শীর্ষ কমান্ডার কাসেম সোলেমানি হত্যার কঠোর বদলা অচিরেই নেবে ইরান। এ বদলা কয়েক ধাপে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন নতুন ইরানি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি। সোমবার তেহরানে সোলেমানির জানাজায় বিপুল মানুষের উপস্থিতি এবং ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগানের মধ্যে ইসমাইল ঘানি নতুন করে বদলা নেওয়ার ওই অঙ্গীকার করেন বলে জানিয়েছে সিএনএন। সোলেমানির শেষকৃত্যের সময় এক বক্তব্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কুদস ফোর্স এর নতুন প্রধান ইসমাইল বলেন,“শহীদ সোলেমানির বদলা নেওয়া আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি। কারণ, আল্লাহ স্বয়ং পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী।” তিনি আরো বলেন, “আমরা শহীদ সোলেমানির পথ সেই একই শক্তি ও উদ্যম নিয়ে অনুসরণ করে যাওয়ার সংকল্প নিয়েছি। যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল থেকে তাড়ানোর মধ্য দিয়ে কয়েক ধাপে আমরা তার সেই শহীদানের প্রতিশোধ নেব।” সোলেমানির মৃত্যুতে সমবেত শোকার্ত মানুষের উদ্দেশে বক্তব্য রেখেছেন তার মেয়ে জয়নব সোলেমানিও। তিনি বলেন, আমেরিকানদের বাড়িঘর সব ধুলোয় মিশিয়ে দেওয়া হবে বলে তিনি তাদের হুঁশিয়ার করে দিচ্ছেন। বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে গেছে তারা (আমেরিকা) এমন ভাবলে ভুল করবে বলে জানান জয়নব। সোলেমানির মৃত্যুতে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সেনারা ইরানের হামলার লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া, ইরান হোয়াইট হাউজকেও হামলার লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মাথার জন্য ৬ কোটি ১০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছে তেহরান। ইরনা।



 

Show all comments
  • জান্নাতুল নাঈম মনি ৮ জানুয়ারি, ২০২০, ২:৪১ এএম says : 0
    আমেরিকাকে চরম মূল্য দিতে হবে।
    Total Reply(0) Reply
  • Md Aminul Islam ৮ জানুয়ারি, ২০২০, ১:৩৩ পিএম says : 0
    যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ একত্রিত না হবে, ততদিন পর্যন্ত মুসলিম কোথাও না কোথাও নির্যাতনের শিকার হতেই থাকবে।
    Total Reply(0) Reply
  • Sayma Sultana Tania ৮ জানুয়ারি, ২০২০, ১:৩৪ পিএম says : 0
    হুম
    Total Reply(0) Reply
  • জিন্নাতারা ৮ জানুয়ারি, ২০২০, ১:৩৯ পিএম says : 0
    কোনভাবেই তাদের ছাড় দেয়া যাবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ