Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আক্রান্ত শিক্ষার্থীদের পাশে থাকবে ওয়াইসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় নিন্দা জানিয়ে আক্রান্ত শিক্ষার্থীদের পাশে থাকার কথা বলেছেন ভারতের পার্লামেন্ট সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। সোমবার নাম উল্লেখ না করেই ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির সমালোচনা করেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের এই নেতা। এক টুইটার পোস্টে তিনি বলেন, প্রতিবাদী ছাত্রদের কণ্ঠ যারা শুনতে চায় না, এই জঘন্য কাজ তারাই করেছে। শিক্ষার্থীরা সাহস করে প্রতিবাদ জানিয়েছেন, তার শাস্তি দিতেই এই নৃশংস হামলা! এটা এতটাই ঘৃণ্য হামলা, যে দুজন অসহায় কেন্দ্রীয় মন্ত্রী বাধ্য হয়েছেন বিরোধিতা করে টুইট করতে। তিনি বলেন, মোদি সরকার জবাব দিক, সন্ত্রাসীদের শায়েস্তা করতে পুলিশ কেন সক্রিয় হয়নি? প্রশ্ন তুলে হায়দরাবাদের এই এমপি আরও বলেন, আমি ও আমার দল জেএনইউর শিক্ষার্থীদের 

পাশে আছি। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ