Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোয় নিখোঁজ ৬১ সহস্রাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

শক্তিশালী মাদক চক্রের সঙ্গে মেক্সিকো সরকারের সংঘাতে এখন পর্যন্ত ৬১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির সরকার জানিয়েছে, নিখোঁজদের মধ্যে এক চতুর্থাংশই নারী। নতুন তথ্য অনুযায়ী নিখোঁজ মানুষ সংখ্যা প‚র্বের ধারণার চেয়ে ৫০ শতাংশেরও বেশি। ২০০৬ সালে মেক্সিকোতে মাদকবিরোধী যুদ্ধে নামানো হয় সেনাবাহিনীকে। তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপ চালডেরন ২০০৬ সালের শেষ দিকে সাড়ে ছয় হাজার সেনা সদস্যকে মিচোয়াচান রাজ্যে মোতায়েন করেন। সরকারি তথ্য অনুসারে, ওই বছর ১১ হাজার ৮০৬টি হত্যাকাÐ ঘটে, ২০১৬ সালে গুমের সংখ্যা ছিল ২৫ হাজার ৩৪০টি। অপরাধীচক্র, সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে। ২০১৭ সালে গুমের সংখ্যা ছিল ৩০ হাজার। মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশনের মতে, গুম হওয়া ব্যক্তিদের জীবিত বা মৃত খুঁজে পাওয়ার ছিল তখন মাত্র ২৫ শতাংশ। সোমবার সংবাদ সম্মেলনে মেক্সিকোর ন্যাশনাল রেজিস্ট্রি অব মিসিং এর প্রধান কারলা কুইনতানা বলেন, সরকারি হিসেবে নিখোঁজ মানুষের সংখ্যা ৬১ হাজার ৬৩৭ জন। নিখোঁজদের ৯৭ দশমিক ৪ শতাংশেরও বেশি ২০০৬ সালে মাদকবিরোধী যুদ্ধ শুরুর পর নিখোঁজ হয়েছে। ২০১৮ সালে মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর দায়িত্ব নেওয়ার পর মাদকবিরোধী যুদ্ধে নতুন কৌশল নেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ