Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাজার্ডের পর এবার বেল-বেনজেমাও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ৩:২০ পিএম

স্প্যানিশ সুপার কাপের আগে বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ডের পর এবার ছিটকে গেলেন করিম বেনজেমা এবং গ্যারেথ বেল। এতে দুশ্চিন্তা আরও বেড়েছে রিয়াল মাদ্রিদের শিবিরে।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সুপার কাপের সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বেনজেমা, আর শারীরিক অসুস্থতার জন্য খেলতে পারবেন না ওয়েলশ স্ট্রাইকার বেল। এই দুই স্ট্রাইকার সৌদি আরবের জেদ্দায় দলের সঙ্গে যোগ দেননি।
হ্যাজার্ড, বেল ও বেনজেমা ছাড়া জেদ্দায় পাড়ি জমিয়েছে লস ব্লাকোসরা। সুপার কাপের সেমিতে দলটির আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে আছেন লুকাস ভাসকেজ, লুকা জোভিচ, মারিয়ানো, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো।
সুপার কাপের অন্য সেমিতে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। মূলত লা লিগা ও কোপা দেল রের চ্যাম্পিয়ন ও রানার্সআপ নিয়ে সুপার কাপ অনুষ্ঠিত হয়। কিন্ত এবারই প্রথম প্ৰচলিত নিয়ম ভেঙে চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপ ২০২০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ