যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার প্রথম সভা গত ৫ই জানুয়ারী সংগঠনের কার্যালয়ে দুপুর ৩টায় অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি আহবাব চৌধুরী খোকন, জুসেফ চৌধুরী, শফি উদ্দিন তালুকদার ও মনজুর হোসেন চৌধুরী জগলু, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সফিকুর রহমান মজনু, ক্রীড়া সম্পাদক শাহিন কামেলি, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, সদস্য মান্না মুনতাসির , রোকন হাকিম ও মিজানুর রহমান । অত্যন্ত হৃদ্যতাপুরনো পরিবেশে দীর্ঘ চার ঘন্টার এই সভা থেকে সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন ইতিবাচক সিন্ধান্ত গ্রহণ করা হয় ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী । সভায় বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ, শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগন্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় । এছাড়া সংগঠনের সহ সভাপতি শফি উদ্দিন তালুকদারের বড় ভাই গিয়াস উদ্দিন তালুকদার , সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেনের ভাবী আফিয়া হোসেন ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের বড়ভাই তারিক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁদের বিদেহী আত্নার মাঘফেরাত কামনা করে মোনাজাত করা হয় ।
সভায় জালালাবাদ এসোসিয়েশনকে শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন সিন্ধান্ত নেওয়া হয় । সভায় বিভিন্ন স্টেটে এসোসিয়েশন এর কার্যক্রম জোরদার করার ব্যাপারে ঐক্যমত পোষন করা হয় । সভায় ২১শে ফেব্রুয়ারী জাতীয শহীদ দিবস জালালাবাদ ভুক্ত সকল সংগঠককে সাথে নিযে সংগঠনের কার্যালয়ে উদযাপনের সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে সংগঠনের সহ সভাপতি শফি তালুকদারকে আহবায়ক, কোষাধ্যক্ষ মইনুল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং কার্যকরী কমিটির সদস্য মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট ২১শে ফেব্রুয়ারী উদযাপন কমিটি গঠন করা হয় । কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সহ সভাপতি জুসেফ চৌধুরী , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুর রহমান মনজু, সমাজ কল্যান সম্পাদক জামিল আনসারী ও কার্যকরী কমিটি সদস্য হেলিম উদ্দিন । এছাড়া ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ব্রঙ্কসে উদযাপনের সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে সংগঠনের সহ সভাপতি আহবাব চৌধুরী খোকনকে আহবায়ক এবং কার্যকরী কমিটির সদস্য রোকন হাকিমকে সদস্য সচিব করে ৭ সদস্য
বিশিষ্ট মহান স্বাধীণতা দিবস উদযাপন কমিটি গঠন করা হয । কমিটির অন্যান্য সদস্যবা হচ্ছেন সহ সভাপতি মনজুর হোসেন চৌধুরী জগলু, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, ক্রীড়া সম্পাদক শাহিন কামেলী , সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী
ও কার্যকরী কমিটির সদস্য মান্না মুনতাসির ।
সভায় সংগঠনের আজীবন সদস্য আই ডি প্রদান এবং সদস্য সংগ্রহ সহ তাদের তথ্যাদি সংগ্রহের জন্য সহ সভাপতি জুসেফ চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয় । সভায় জালালাবাদ ভুক্ত সিলেট বিভাগের ৩৯টি উপজেলার সকল সংগঠনের সাথে এসোসিয়েশন সম্পর্ক আরো জোরদার ও হৃদ্যতাপুরনো করার ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হয় ।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।