Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসসিসি রেভিনিউ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

হোল্ডিং ট্যাক্টের টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রেভিনিউ সুপারভাইজার ফাহিমুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার সংস্থার উপ-সহকারি পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে ৮২ লাখ ৩৩ হাজার ৩৬১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএসসিসি’র রাজস্ব অঞ্চল-৪ এর ৩১ নম্বর ওয়ার্ডে রেভিনিউ সুপারভাইর হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
কিন্তু দায়িত্বের অংশ হিসেবে তিনি সরকারি হোল্ডিং ট্যাক্সের টাকা আদায় করেন। কিন্তু পরে সেই টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন। মামলায় দন্ডবিধির ৪০৯/৪২০/ ৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা প্রয়োগ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ