পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হোল্ডিং ট্যাক্টের টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রেভিনিউ সুপারভাইজার ফাহিমুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার সংস্থার উপ-সহকারি পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে ৮২ লাখ ৩৩ হাজার ৩৬১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএসসিসি’র রাজস্ব অঞ্চল-৪ এর ৩১ নম্বর ওয়ার্ডে রেভিনিউ সুপারভাইর হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
কিন্তু দায়িত্বের অংশ হিসেবে তিনি সরকারি হোল্ডিং ট্যাক্সের টাকা আদায় করেন। কিন্তু পরে সেই টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন। মামলায় দন্ডবিধির ৪০৯/৪২০/ ৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা প্রয়োগ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।