Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনরায়ের বিঘ্ন ঘটলে স্থিতিশীলতা থাকবে না আল্লামা জুবাইর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, জনরায়ের প্রতিফলনে বিঘœ ঘটলে রাজনৈতিক স্থিতিশীলতা দৌড়ে পালাবে। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির ভূমিকা শুধুমাত্র দেশে নয় বরং আন্তর্জাতিক পরিমন্ডলেও ছিল প্রশ্নবিদ্ধ। চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ইসিকে আবশ্যকীয়ভাবে এ দুষ্ট বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।
গতকাল সোমবার ইসলামিক ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনের সমর্থনে বোয়ালখালীর একটি কমিউনিটি সেন্টারে ফ্রন্টের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দক্ষিণ জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি স ম হামেদ হোসাইনের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন আল্লামা কাজী জসিম উদ্দিন, প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মহিউল আলম চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ