বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে বাল্যবিবাহ প- করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বর ও কনের মাকে ৭হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে চরহাজারী গ্রামের শান্তিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। অর্থদন্ডপ্রাপ্তরা হলো, চরপার্বতী গ্রামের মনির আহম্মদের ছেলে মাঈন উদ্দিন ও চরহাজারী গ্রামের সেলিমের স্ত্রী বিবি ফাতেমা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিবি ফাতেমা তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিবি আছিয়াকে মাঈন উদ্দিন লিটনের সাথে বাল্য বিবাহের আয়োজন করেছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে প- করে দেন। এসময় বর ও শাশুড়ীকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। পরে তাদেরকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০০৭ এর (১) ধারা অনুযায়ী বর মাইন উদ্দিন লিটনকে ৫হাজার টাকা এবং তার শাশুড়ী বিবি ফাতেমাকে একই আইনে (৮) ধারা মোতাবেক ২ হাজার টাকা অর্থদ- করে ভ্রাম্যমাণ আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।