পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে বিয়ে করেন দুই সন্তানের জননীকে। এরপর স্ত্রীর কাছ থেকে নানা অজুহাতে আত্মসাৎ করেন মোটা অংকের টাকা। একপর্যায়ে ধরা পড়ে তার প্রতারণা। অবশেষে স্ত্রীর মামলায় ধরা পড়লেন ছাত্রলীগের এক নেতা। গ্রেফতার আকিবুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল নগরীর বাকলিয়া থেকে তাকে পাকড়াও করা হয়। বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ভুয়া ফেইসবুক আইডি ব্যবহার করে নিজেকে এএসপি পরিচয় দিতেন আকিব। ভুয়া পরিচয়ে এক নারীকে বিয়ে ও প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বিষয়টি জানাজানি হলে ছাত্রলীগের অভ্যন্তরে তোলপাড় শুরু হয়। জেলা ছাত্রলীগের সভাপতি বিষয়টি তাৎক্ষণিক কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করেছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, আকিবুল ইসলাম তার ব্যক্তিগত ফেইসবুক আইডি ছাড়াও তাহসান খান প্রিজন নামে অপর একটি ফেইসবুক আইডি পরিচালনা করেন। সে আইডিতে আকিব নিজেকে এএসপি পরিচয় দিয়ে দুই সন্তানের জননী ওই নারীর সাথে পরিচিত হন। ওই নারীর সাথে তার স্বামীর দাম্পত্য কলহের বিষয়টি আকিব জানতে পারেন। গত ৩ জুলাই ওই নারীর সাথে তার স্বামীর ছাড়াছাড়ির পর আকিব বিভিন্ন সময়ে তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এবং অন্তরঙ্গ ছবি তুলেন। ৭ আগস্ট আকিব ওই নারীকে বিয়ে করে বিভিন্ন হোটেলে এবং বাকলিয়া রাহাত্তার পুল এলাকায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেন।
ওই নারীর অভিযোগ আকিব পুলিশের চাকরিতে তার সমস্যার কথা বলে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নিয়েও পরিশোধ করেনি। এছাড়াও ওই মহিলার এক লাখ ২৮ হাজার টাকা দিয়ে মোবাইল ফোন, তিন লাখ টাকা দামের মোটর সাইকেল কেনা ছাড়াও অন্তত ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে আকিবের সাথে অন্য কয়েকজন নারীর সম্পর্ক থাকার বিষয়টি জানতে পারেন স্ত্রী। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে আকিব স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন। পরে খোঁজ নিয়ে প্রতারণার বিষয়টি জানতে পেরে তিনি থানায় মামলা করেন। মামলার এজাহারে আকিব গত ২৫ ডিসেম্বর তার স্ত্রীর ভাড়া করা ঘরে গিয়ে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।