Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গোল্ডেন গ্লোব মাতালেন ‘জোকার’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

লস অ্যাঞ্জেলেস-এর বেভারলি হিল্টন হোটেলে গত রোববার অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই নিয়ে পঞ্চম বার অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৌতুক অভিনেতা রিকি গার্ভিস। বিজয়ীদের মুখে যতটা না ছিল ধন্যবাদের ফুলঝুড়ি তার চেয়েও বেশি উচ্চারিত হয়েছে অস্ট্রেলিয়ার বনের আগুন, নারী অধিকার এবং যুক্তরাষ্ট্রের নির্বাচন কেন্দ্রিক বিষয়।

এবার ‘জোকার’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা (ড্রামা) বিভাগ জয় করেছেন জ্যাকুইন ফনিক্স। তিনি নিজ প্রতিভায় ২০১৯ সালে বিনোদন জগৎ মাতিয়েছেন। চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও পেয়েছেন দারুণ প্রতিক্রিয়া। এবার নতুন বছরে নিজ কাজের স্বীকৃতি হিসেবে ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ড্রামা চলচ্চিত্র বিভাগে তিনি জয় করে নিলেন সেরা অভিনেতার পুরস্কার।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পুরস্কার হাতে নিয়ে জ্যাকুইন ফনিক্সের দেয়া বক্তব্যও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তিনি বলেন, ‘আমার সঙ্গে যারা নমিনেশন পেয়েছেন, আপনারা জানেন সেরা অভিনেতা বলে কোন বিষয় নেই। এটা শুধু টিভি শো গুলোর বিজ্ঞাপনের আরেকটি মাধ্যম। আসলে আপনাদের সবার কাজ আমাকে অনুপ্রেরণা দেয়। এ বছর দুর্দান্ত বেশ কিছু কাজ করেছেন আপনারা। আর সে কারণেই আপনাদের নামের পাশে আমার নাম দেখতে পেরে আমি সন্তুষ্ট।’

‘জোকার’ সেরা অভিনেতা (ড্রামা) বিভাগ জয় করলেও, ‘কমেডি অর মিউজিক্যাল’ বিভাগে ‘ওয়ান্স আপনে টাইম ইন হলিউড’ সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়। আর এই ছবির জন্য সেরা চিত্রনাট্য হিসেবে ‘গ্লোব’ জয় করেন পরিচালক কুয়েন্টিন টারান্টিনো। ব্র্যাড পিট, ‘ওয়ান্স আপনে টাইম ইন হলিউড’ ছবিতে অভিনয়ের জন্য জয় করেন সেরা পার্শ্ব অভিনেতার পুরষ্কার। অন্যদিকে সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগে পুরষ্কার ছিনিয়ে নেয় স্যাম মেনডেস পরিচালিত ছবি ‘১৯১৭’। প্রথম বিশ্বযুদ্ধের পটভ‚মিতে ছবিটির কাহিনি এগিয়েছে। মেনডেস এই ছবির জন্য সেরা পরিচালক ড্রামা পুরষ্কারও জয় করেন।

‘জুডি’ ছবির জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগে গ্লোব জয় করেন রেনে জেলওয়েগার। তিনি এর আগে ২০০৪ সালে এই পুরষ্কার জয় করেছিলেন। অন্যদিকে ‘কমেডি অর মিউজিক্যাল’ ছবির বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে পুরষ্কার জয় করেন আকোয়াফিনা। এই বিভাগে এবারই প্রথম একজন এশিয়ান আমেরিকান হিসেবে গ্লোব জয় করলেন। হিল্ডার গোনাদোতের, যিনি একক মহিলা হিসেবে ‘জোকার’ ছবিতে মৌলিক ‘স্কোর’ বা গান রচনার জন্য সেরা ‘স্কোর’ গোল্ডেন গ্লোব জয় করেন। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে পুরষ্কার ঘরে তোলে দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’। এবং লাইকা এন্টারটেইনমেন্ট এর ‘মিসিং লিংক’ জিজনির তিনটি অ্যানিমেশন মুভি টপকে সেরা অ্যানিমেইটেড ফিচার ফিল্ম বিভাগে পুরষ্কার জয় করে নেয়।
পুরষ্কার প্রাপ্তদের পূর্ণ তালিকা :
সেরা ছবি ড্রামা: ১৯১৭। সেরা পরিচালক ড্রামা: স্যাম মেন্ডেস ‘১৯১৭’। সেরা অভিনেত্রী ড্রামা: রেনে জেলওয়েগার। সেরা অভিনেতা ড্রামা: ওয়াহকিং ফিনিক্স। সেরা ছবি মিউজ্যিাল অর কমেডি ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড। সেরা অভিনেত্রী মিজিক্যাল অর কমেডি: আকোয়াফিনা ‘দি ফেয়ারওয়েল’। সেরা অভিনেতা মিজিক্যাল অর কমেডি: টারোন ইগার্টন ‘রকেটম্যান’। সেরা পার্শ্ব অভিনেতা মিজিক্যাল অর কমেডি: ব্র্যাড পিট ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’। সেরা মৌলিক স্কোর: জোকার। সেরা লিমিটেড সিরিজ/ টিভি মুভি: চেরোনোবিল। সেরা অভিনেত্রী টিভি সিরিজ: অলিভিয়া কোলম্যান ‘দি ক্রাউন’। বেস্ট অরিজিনাল সং: ‘আই’অ্যাম গোনা লাভ মি এগেইন’ ছবি: রকেটম্যান। সেরা টিভি সিরিজ: ফ্লিব্যাগ। সেরা পার্শ্ব অভিনেত্রী: লরা ডার্ন ছবি- ‘ম্যারেইজ স্টোরি’। সেরা অ্যানিমেইটেড ফিচার: মিসিং লিংক। সেরা চিত্রনাট্য: ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড। সেরা অভিনতা টিভি সিরিজ ড্রামা: ব্রায়ান কক্স, ‘সাক্সেশন’। সেরা বিদেশি ভাষার ছবি: প্যারাসাইট। সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ