Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মতামতের দাম নেই’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

বলিউডের অন্যতম নায়িকা দীপিকা পাড়–কোন পর্দায় যেভাবে কথা বলেন বাস্তবে তার উল্টোটি। সব সময়ই তিনি কম কথা বলতে পছন্দ করেন। বিশেষ করে বিতর্ক এড়িয়ে চলেন।

সেই দীপিকা এবার ভারতের সিএএ এবং এনআরসি নিয়ে মুখ খুলেছেন। তার কথায়, বড়-ছোট যে পর্দার অভিনেতা-অভিনেত্রী হোন না কেন তাদের মতামতের কোনো দাম নেই। কেউ পাত্তা দেন না তাদের কথার। তাই তিনি মুখ না খোলারই চেষ্টা করেন।

নায়িকার পরের ছবি ‘ছাপাক’ মুক্তি পাচ্ছে আসছে শুক্রবার। সে ছবির প্রচারণায় এসে সাংবাদিকদের সিএএ নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে তিনি ওই কথা বলেন। দীপিকা আরও বলেন, ‘অনেক সময় দেখা যায় বিদেশি অভিনেতা ও শিল্পীদের ভারত ছাড়ার হুমকি বা নির্দেশ দেওয়া হয়। এটা ঠিক নয়। সংস্কৃতির আঙিনায় রাজনীতি কেন ছায়া ফেলবে! এতে দেশের সুস্থ সংস্কৃতি নষ্ট হয়ে যাবে।’

একই প্রসঙ্গে তিনি বলেন, অনেকে কথায় কথায় মুখ খুলতে ভালোবাসেন। অনেকে নীরব প্রতিবাদ করেন। তিনি বেশি বলতে ভালোবাসেন না। এ ছাড়া, নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুলে ট্রোল হয়েছেন যেসব বলিউড শিল্পী দীপিকা তাদেরও সমর্থন জানান।

অনুভব সিনহা, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ, রিচা চাড্ডা, সুশান্ত সিং, ফারহান আখতার ও জিসান আইয়ূবসহ অনেক বলিউড তারকা ইতোমধ্যে সিএএ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এ তালিকায় দক্ষিণ ভারতীয় ও কলকাতার তারকারাও রয়েছেন। অনেকে রাস্তায় নেমে বিক্ষোভেও যোগ দেন। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ