Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়া কাপ বর্জন করবে ভারত!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ৭:১৫ পিএম

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের এবারের আসরটি বসার কথা রয়েছে পাকিস্তানে। তবে কূটনৈতিক সম্পর্ক ভালো না হওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে বসতে যাওয়া এশিয়া কাপ বর্জন করতে পারে ভারত।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, চলতি বছরের জুনে এশিয়া কাপ বিষয়ক সভা করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেই সভায় পাকিস্তানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সংস্থাটি। গণমাধ্যমগুলোর দাবি, এই সভায় নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এর আগে গেল বছরের অক্টোবরে এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানকে ঘোষণা দেওয়া হয়। তখন থেকেই এশিয়া কাপ ইস্যুতে কোনো মন্তব্য করেনি বিসিসিআই।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত। দলটি এশিয়া কাপ না খেললে নতুন কোনো দল এবারের শিরোপা জিতবে। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে হওয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ