Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৮ আইএসপির লাইসেন্স বাতিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ৬:২৬ পিএম

লাইসেন্স নবায়ন না করায় ৮টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।এগুলো হলো- লুসাই সিস্টেম, নেটবি অনলাইন, গ্লোবাল নেটওয়ার্ক, মাইনেট, এস আহমেদ কম্পিউটারস অ্যান্ড প্রিন্টার্স, স্কাই লিংক আইএসপি, স্টার অ্যালাইস ও সুপার নেট বিডি। সোমবার (৬ জানুয়ারি) বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম অনুযায়ী ৫ বছরের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১৮০ আগে দিন নবায়নের আবেদন না করায় এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হল। এসব প্রতিষ্ঠানের আইএসপি সংশ্লিষ্ট সকল কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশনা দিয়ে এক মাসের মধ্যে কমিশনের সকল পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

যথাসময়ে পাওনা পরিশোধ না করলে লাইসেন্স বাতিল হওয়া ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন এবং পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিটিআরসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসপির

৬ জানুয়ারি, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ