Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্লেমিংকে ছাড়িয়ে চূড়ায় টেইলর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ৫:১০ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড। শোচনীয় ফলাফলের কারণে কিউইরা সিরিজটি ভুলে যেতেই চাইবে, তবে রস টেইলর চাইলেও ভুলতে পারবেন না। এ সিরিজেই ইতিহাস গড়েছেন তিনি। হয়েছেন সাদা পোশাকে কিউইদের হয়ে সর্বোচ্চ রানের মালিক।
৭১৩২ রান নিয়ে সিডনিতে সিরিজের শেষ টেস্ট খেলতে নামেন টেইলর। দুই ইনিংসেই তিনি ২২ রান করে আউট হন। আর তাতেই টপকে যান স্টিফেন ফ্লেমিংকে। সাবেক এ কিউই ব্যাটসম্যান ১১১ টেস্টের ১৮৯ ইনিংসে করেন ৭১৭২ রান। ২০০৮ সালে সর্বশেষ টেস্ট খেললেও এতদিন অক্ষত ছিল ফ্লেমিংয়ের রেকর্ড। অবশেষে ১২ বছর পর তাকে হটিয়ে শীর্ষে উঠলেন টেইলর। ১২ টেস্ট কম খেলেই ফ্লেমিংকে টপকে যান টেইলর।
টেইলরের টেস্ট অভিষেক ঘটে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৯টি টেস্ট খেলেছেন তিনি। ১৭৫ ইনিংসে ৪৬.২৮ গড়ে তিনি করেছেন ৭১৭৪ রান। ১৯টি সেঞ্চুরির পাশাপাশি ৩৩টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন টেইলর। ২০১৫ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯০ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন তিনি।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাবেক কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। ১০১ টেস্টে তার সংগ্রহ ৬৪৫৩ রান। এছাড়া চতুর্থ স্থানে থাকা দলটির বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসনের সংগ্রহ ৭৮ টেস্টে ৬৩৭৯ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ