পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কিস্তির ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিবিবিএল)র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো, দিলওয়ার হোসেনসহ ৪ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার সংস্থার উপ-সহকারি পরিচালক আবুল কালাম আজাদ তাদের তলবি নোটিস পাঠান। আগামি ৮ জানুয়ারি তাদের হাজির হতে বলা হয়েছে। তলবকৃত অপর তিনজন হলেন, ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ কনসালট্যান্ট মাহমুদুল হাসান, কমার্শিয়াল ব্যাংকিং কনসালট্যান্ট মাহে আলম ও এজিএম সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম।
দুদক সূত্র জানায়, ঋণের কিস্তির ৮৯ লাখ ৬৫ হাজার টাকা গ্রাহক ব্যাংকে জমা দেন।
উপরোক্ত কর্মকর্তারা সেটি গ্রহণও করেন। কিন্তু ওই টাকা কর্মকর্তারা পরষ্পর যোগসাজশে ব্যাংকে জমা না করে আতœসাৎ করেন। ব্যাংকটির চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহম্মদের নামও অর্থ আতœসাতের অভিযোগে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।