Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নূর হোসেনের বিরুদ্ধে ৩ মামলায় ৫ জনের সাক্ষ্য প্রদান

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ৭:০০ পিএম

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামী ফাঁসির দন্ডপ্রাপ্ত নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা পৃথক ৩টি মামলায় ৫জন সাক্ষী দিয়েছে। রোববার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে একটি চাঁদাবাজী ও দুটি মাদক মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামী নূর হোসেনের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। নূর হোসেনকে কাশিমপুর কারাগার-২ থেকে কড়া পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়। আদালত আগামী ৯ ফেব্রুয়ারী সাক্ষীর জন্য পরবর্তী দিন ধার্য্য করেছেন।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ জানান, নূর হোসেনের বিরুদ্ধে একই আদালতে অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ৮টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে একটি চাঁদাবাজী ও দুইটি মাদক মামলায় মোট ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। সাক্ষীরা হলেন-সেলিম মিয়া, মনিরুজ্জামান, আরিফুর রহমান, আবিদ আনোয়ার ও মোহাম্মদ আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাক্ষ্য প্রদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ