Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চান হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ৬:৪৪ পিএম

মেয়াদের আগেই চণ্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। নিজ দেশের কাছে এমন আচরণ প্রত্যাশা করেননি, স্বভাবতই বেশ ক্ষুব্ধ তিনি। ক্ষেপে গিয়ে লঙ্কান বোর্ডের কাছে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে চিঠি দিয়েছেন হাথুরু। ‘৫০ লাখ ডলার চেয়ে হাথুরু বোর্ডকে চিঠি দিয়েছেন।’ এমনই জানিয়েছেন দেশটির বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা।
পুরোটা খোলাসা না করলেও শ্রীলঙ্কার দৈনিক দ্য সানডে জানাচ্ছে, বকেয়া ১৮ মাসের পুরোটাই দাবি করেছেন হাথুরু। কেবলমাত্র বেতনের অঙ্কই ১০ লাখ ডলার। দায়িত্বে থাকাকালীন প্রতি মাসে ৬০ হাজার ডলার করে বেতন দেয়া হতো বাংলাদেশের সাবেক এ কোচকে। হাথুরুর দাবি, একজন আন্তর্জাতিক মানের কোচ হিসেবে বরখাস্ত হওয়ায় তার মানহানি হয়েছে। এজন্য বাড়তি আরও ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।
সানডে আইল্যান্ড জানাচ্ছে, সবকিছু মিলিয়ে মোট ছয় মাসের বেতন হাথুরুর হাতে ধরিয়ে দিতে চাচ্ছে বোর্ড। দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দোর দাবি, নিম্নমানের পারফরম্যান্স দেখিয়েও বেশি বেতন নিচ্ছিলেন হাথুরু। এর অর্ধেক বেতনে হাথুরুর চেয়ে ভালো কোচ পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছিলেন তিনি।
গত ডিসেম্বরে হাথুরুকে সরিয়ে সাউথ আফ্রিকান মিকি আর্থারকে কোচের পদে বসায় লঙ্কানরা। ব্যাটিং কোচ হিসেবে গ্র্যান্ট ফ্লাওয়ার, অস্ট্রেলিয়ার ডেভিড শাকের বোলিং কোচ এবং শেন ম্যাকডারমট ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছেন। দুবছরের চুক্তিতে কে কত পাচ্ছেন সেটা অবশ্য প্রকাশ করেনি বোর্ডটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ