গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
দীর্ঘ প্রায় ২ বছর যাবত কারাবন্দি ও অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এসে অঝোরে কাঁদলেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান। রোববার (৫ জানুয়ারি) বিকেলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বড় বোন বেগম সেলিমা ইসলাম। এ সময় গাড়িতে বসে অঝোরে কাঁদতে দেখা গেছে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান ও স্ত্রী শর্মিলা রহমান সিঁথিকে। তবে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
এর আগে রোববার বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়( বিএসএমএমইউ) হাসপাতালে প্রবেশ করেন স্বজনরা। হাতে ছিল দুটি ফুলের তোড়া ও একটি ব্যাগ। সাক্ষাৎ শেষে জানা যায়, খালেদা জিয়ার জন্য শীতের পোশাক নিয়ে গিয়েছিলেন স্বজনরা।
কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টার বেশি সময় কাটান বড় বোন বেগম সেলিমা ইসলাম, কোকোর স্ত্রী শর্মীলা সিথী, ছোট মেয়ে জাহিয়া রহমান, স্বজন (নাতী) সামিন ইসলাম, রাখিন ইসলাম, (নাতনী) আরিফা ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।