Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মসজিদ-মাদরাসা ইসলামের দুর্গ’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মসজিদ-মাদরাসাকে দ্বীন ইসলামের দুর্গ উল্লেখ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মাহবুবুল আলম বলেছেন, সেগুনবাগান মাদরাসায় পড়ালেখা করে হাজার হাজার এতিম-অসহায় শিক্ষার্থী হাফেজ-আলেম হয়ে দেশ-বিদেশে জাতির খেদমত তথা ইসলামের প্রচার-প্রসারে কাজ করছেন। এতে একদিকে কোরআনের খেদমত হচ্ছে, অন্যদিকে দেশে শিক্ষার হারও বৃদ্ধি পাচ্ছে।
গতকাল নগরীর খুলশী সেগুনবাগান তা’লীমুল কোরআন মাদরাসার বার্ষিক বিভিন্ন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তা’লীমুল কোরআন কমপ্লেক্সের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরীর কার্যকারী সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সীতাকুন্ড বার আউলিয়া সমিতির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন, সমাজসেবক এম এ তাহের, ফরিদুল আলম, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামের দুর্গ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ