Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম ডাবল লাবুশেনের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মার্নাস লাবুশেন এবার পেয়ে গেছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। শেষপর্যন্ত থেমেছেন ২১৫ রানের ঝলমলে ইনিংস খেলে। তার অসাধারণ ব্যাটিংয়ে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে করেছে ৪৫৪ রান। লাবুশেন ম্যাজিকের পর ব্যাটিংয়ে নামা কিউইদের শুরুটা হয়েছে দারুণ। উইকেট না হারিয়ে দিন শেষ করেছে ৬৩ রানে।

তবে গতকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সব আলো পড়েছে ২৫ বছর বয়সী লাবুশেনের ওপর। রিকি পন্টিংয়ের দৃষ্টিতে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ অধিনায়ক তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যানের প্রশংসা এমনিতেই কুড়াচ্ছেন না লাবুশেন। ধারাবাহিক পারফরম্যান্সে অল্প দিনেই অস্ট্রেলিয়া নির্ভরযোগ্য ব্যাটসম্যানে পরিণত হয়েছেন তিনি। চলতি মৌসুমে দেশের মাটিতে খেলা ৫ টেস্টে অবিশ্বাস্য ১১৯.৫৭ গড়ে তার রান ৮৩৭।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে সেঞ্চুরি পাওয়া লাবুশেন কিউইদের বিপক্ষে প্রথম টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন। এক ম্যাচ ‘বিরতি’ দিয়ে শুধু শতকে সন্তুষ্ট থাকলেন না, তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও। ১৩০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা লাবুশেন ডাবল থেকে ১ রান দ‚রে থাকতে ২০ মিনিট ভুগেছেন স্নায়ুচাপে। অবশেষে ১৯তম বাউন্ডারি হাঁকিয়ে মাইলফলকে পৌঁছানোর পর ভেসেছেন গ্যালারির দর্শকদের দাঁড়িয়ে জানানো অভিবাদনের জোয়ারে।

বোলার টড অ্যাস্টলকে ফিরতি ক্যাচ দিয়ে যখন আউট হন, নামের পাশে তখন ২১৫ রান। ৩৬৩ বলের চমৎকার ইনিংসটি লাবুশেন সাজান ১৯ বাউন্ডারি ও ১ ছক্কায়। তার আউটের পর অস্ট্রেলিয়ার লেজ ছেঁটে ফেলতে বেশি সময় নেয়নি কিউইরা। শেষ দিকে মিচেল স্টার্ক ২১ বলে ২২ রান করলে স্বাগতিকদের রান যায় ৪৫৪ পর্যন্ত। এর আগে অধিনায়ক টিম পেইনের ব্যাট থেকে এসেছিল ৩৫ রান।

আবারও জ্বলে উঠেছিলেন নিল ওয়াগনার। কিউই বাঁহাতি পেসার ৬৬ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। তার মতো ৩ উইকেট শিকার কলিন ডি গ্র্যান্ডহোমের। আর দুটি উইকেট নিয়েছেন অ্যাস্টল। অস্ট্রেলিয়াকে অলআউট করার পর ব্যাটিংয়ে নিউজিল্যান্ড পেয়েছে শক্ত ভিত। কেন উইলিয়ামসনের চোটে অধিনায়কের দায়িত্ব পাওয়া টম ল্যাথাম (২৬*) দিন পার করে দিয়েছেন আরেক ওপেনার টম বøান্ডেলকে (৩৪*) নিয়ে।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : (আগের দিন শেষে ২৮৩/৩) ১৫০.১ ওভারে ৪৫৪ (লাবুশেন ২১৫, ওয়েড ২২, হেড ১০, পেইন ৩৫, প্যাটিনসন ২, কামিন্স ৮, স্টার্ক ২২, লায়ন ৬*; হেনরি ১/৯৪, ডি গ্র্যান্ডহোম ৩/৭৮, ওয়েগনার ৩/৬৬, সমারভিল ১/৯৯, অ্যাস্টল ২/১১১)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ২৯ ওভারে ৬৩/০ (ল্যাথাম ২৬*, বøান্ডেল ৩৪*; স্টার্ক ০/১৮, কামিন্স ০/১৮, প্যাটিনসন ০/১০, লায়ন ০/১৩, লাবুশেন ০/১)। *দ্বিতীয় দিন শেষে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ