Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোলাইমানি হত্যার প্রভাব ফুটবলেও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

শীতকালীন অনুশীলন ক্যাম্প করতে আজ থেকে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত কাতারে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের। কিন্তু তা আর হচ্ছে না। ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলাইমানি হত্যাকান্ডের পর মধ্যপ্রাচ্যে উদ্ভ‚ত উত্তেজনাকর পরিস্থিতির কারণে কাতার সফরে যাচ্ছে না যুক্তরাষ্ট্র দল।

দু’দিন আগে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তার একদিন পর গতকাল বিবৃতিতে সিদ্ধান্তটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়, ‘ওই অঞ্চলে উদ্ভ‚ত পরিস্থিতি বিচারে কাতারে ছেলেদের জাতীয় দলের নির্ধারিত শীতকালীন অনুশীলন ক্যাম্প স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল। ১ ফেব্রæয়ারি কোস্টারিকার মুখোমুখি হওয়ার প্রস্তুতি হিসেবে এর মধ্যে অন্য ব্যবস্থা নেওয়া হবে।’

কাতারের অনুশীলন ক্যাম্পে ‘ক্লোজ ডোর’ ম্যাচ খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, বিকল্প ব্যবস্থা হিসেবে ৬ জানুয়ারি থেকে ফ্লোরিডায় অনুশীলন ক্যাম্প করবে যুক্তরাষ্ট্র দল। ক্যালিফোর্নিয়ায় ১ ফেব্রæয়ারি প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত হন। দু’দিন আগে (শুক্রবার) ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে জেনারেল সোলাইমানির গাড়িবহর লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলায় সোলাইমানিসহ বেশ কয়েকজন নিহত হন। পরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়।

এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামও বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক, ভৌগলিক ও রাজনৈতিক অঙ্গণে তীব্র প্রতিক্রিয়ার পর এবার ক্রীড়াঙ্গণেও পরল এর প্রভাব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ