Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিদায় বললেন ইরফান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে ২০১৯ সালে শেষ বার দেখা গিয়েছিল জম্মু-কাশ্মীরে আয়োজিত সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এক সময় প্রধান খেলোয়াড় থাকা ইরফান পাঠান দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন। গত কিছু সময় ধরে তিনি জম্মু-কাশ্মীর দলের মেন্টরের ভ‚মিকা পালন করছেন। এমনকি গত ডিসেম্বরে প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত আইপিএল এর নিলামেও তিনি নিজেকে রাখেননি। তাতেই তার অবসরের গুঞ্জণ প্রবল হয়।

এক খেলার চ্যানেলে নিজের অবসর নেওয়ার খবর জানিয়ে ইরফান বলেন, ‘সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস ল²ণের মত ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পেয়ে গর্বিত। পরিবার ও ভক্তদের সর্বদা তার পাশে থাকার জন্য ধন্যবাদ।’
ইরফান ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে ২৯টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে তিনি ৩১.৫৭ গড়ে ১১০৫ রান করেছেন, এর মধ্যে একটি সেঞ্চুরি এবং ৬টি হাফসেঞ্চুরি রয়েছে। এছাড়াও বল হাতে তিনি ৩২.২৬ গড়ে ১০০টি উইকেট নিয়েছেন। ১২০টি একদিনের ম্যাচে ইরফান ২৩.৩৯ গড়ে ১৫৪৪ রান করেছেন। বল হাতে ইরফান ২৯.৭৩ গড়ে ১৭৩টি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ইরফান ভারতীয় দলের হয়ে ২৪টি ম্যাচে ২৪.৫৭ গড়ে ১৭২ রান করেছেন এবং বল হাতে ২২.০৭ গড়ে ২৮টি উইকেটও নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ