মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল ভয়াবহ দাবানলে জ্বলছে। দুই মাসেরও বেশি সময় আগে লাগা দাবানলে ধ্বংস হচ্ছে প্রকৃতি। মারা যাচ্ছে হাজার হাজার পশুপাখি। অস্ট্রেলিয়ার সরকার এবং জনগণ সর্বশক্তি দিয়ে নেমেছে এই ভয়াবহ দুর্যোগ মোকাবেলায়।
ক্রিকেটাররা ঝাঁপিয়ে পড়েছেন অগ্নিদূর্গতদের আর্থিক সহায়তা করতে। এর মাঝে বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে একটি ম্যাগপাই পাখি। সব হারিয়ে সেই পাখিটি চলে এসেছে লোকালয়ে। তার কার্যকলাপ মানুষের চোখ থেকে পানি ঝরাচ্ছে।
পুরো অস্ট্রেলিয়ায় এখন যেন যুদ্ধাবস্থা। প্রতি মুহূর্তে একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি বিকট সাইরেন বাজিয়ে ছুটে যাচ্ছে আগুনের ধ্বংসলীলা থামাতে। সেই সাইরেনের সুর ম্যাগপাই পাখির মনে এতটাই প্রভাব ফেলেছে যে, পাখিটি সেই সুর মুখস্ত করে ফেলেছে!
কালোর ওপর সাদা ছোপের ম্যাগপাই পাখিটি এখন ফায়ার সার্ভিসের সাইরেন অবিকল নকল করতে পারে নিজের গলায়। পরিস্থিতি কত ভয়াবহ হলে, কত পরিমাণ ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভাতে গেলে একটি পাখির মনে প্রভাব ফেলতে পারে।
আর সেটা ভেবে স্তম্ভিত হয়ে গেছেন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত কোনোভাবেই দাবানলকে বাগে আনতে পারছেনা অস্ট্রেলিয়া। দেশের অধিবাসীরা এখন প্রার্থনা করছে বৃষ্টির। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।