Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যামস্ট্রিং ইনজুরিতে কেনের দীর্ঘদিন মাঠের বাইরে থাকার শঙ্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ৯:০৫ পিএম

বাম হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন টটেনহ্যাম হটস্পারের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। বুধবার সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে কেন এই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।

ম্যাচের পরপরই টটেনহ্যাম বস হোসে মরিনহো ইঙ্গিত দিয়েছিলেন ইংলিশ অধিনায়কের ব্যপারে হয়ত কোন দু:সংবাদ আসতে পারে। আর সেই শঙ্কাই সঠিক হলো। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্ক্যান রিপোর্ট অনুযায়ী কেনের বাম হ্যামস্ট্রিংয়ে ইনজুরির মাত্রা নির্নয় করা হয়েছে। আমাদের মেডিকেল স্টাফ এ ব্যপারে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে, একইসাথে প্রয়োজনীয় চিকিৎসা চলবে।’

এক টুইটার বার্তায় কেন বলেছেন, ‘আমি ঠিক আছি। বাজে সময় আসতেই পারে, তাই বলে সবকিছু শেষ হয়ে যায় না।’
ইতোমধ্যেই রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে মিডলসবার্গের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন কেন। তবে মরিনহো আশা করছেন যা ধারণা করা হচ্ছে তার থেকেও কম সময়ের মধ্যে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা মাঠে ফিরে আসবেন। কেনের ফিরে আসার ব্যপারে অবশ্য নির্দিষ্ট করে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। শুক্রবার মরিনহো এ সম্পর্কে বলেছিলেন, ‘এখনো আমি নিশ্চিত নই। তবে আমার মনে হচ্ছে সুসংবাদের থেকে দু:সংবাদই আমাদের শুনতে হবে।’

কেনের অনুপস্থিতি স্পার্সদের জন্য অনেক বড় দু:শ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারের মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৩১ ম্যাচে কেন ২৭টি গোল করেছেন। স্পার্স বস বলেন, ‘সবাই জানে ক্লাবের জন্য সে কি। তাকে দলে না পাওয়াটা সত্যিই হতাশার। প্রতিটি ম্যাচে প্রতিটি মুহূর্ত আমরা তাকে মিস করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ