Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন করে জেগে উঠল চেরনোবিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পারমাণবিক শক্তি উৎপাদনে নতুন করে আশা জাগাল রাশিয়া। সুমেরুতে ভাসমান পরমাণু শক্তি কেন্দ্র পুনরায় শক্তি উৎপাদন শুরু করেছে রাশিয়ায়। পরমাণু উৎপাদিত বিদ্যুৎ দিয়ে একটি ক্রিসমাস ট্রি আলোকিত করা হয়েছিল। ভাসমান এই পরমাণউ শক্তি উৎপাদন কেন্দ্র নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি রাশিয়াকে। কিন্তু সব উপেক্ষা করেই পুটিন সরকার এটি পুনরায় কার্যকর করার উদ্যোগ নেয়। রাশিয়ার উত্তরাঞ্চলের বরফাবৃত্ত শহর পেভকের বিদ্যুতের চাহিদার যোজান দেবে এই ভাসমান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিল। সুমেরুর কাছাকািছ অবস্থিত এই শহরের জনসংখ্যা ৫০০০। বছরের প্রায় সবসময় এই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকে। এই চেরনোবিলের দৌলতে কিছুটা উষ্ণতা তারা পেয়েছেন। কারণ বিদ্যুতের যোগান বেড়েছে চেরনোবিলের দৌলতে। রাশিয়ার এই ভাসমান পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিকে নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন পরিবেশবিদরা। কিন্তু সেই আপত্তিকে অগ্রাহ্য করেই এক প্রকার এই কেন্দ্রটি চালু করে পুটিন সরকার। তাতে রাশিয়ার উত্তরাঞ্চলের বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। প্রথমে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্যই তৈরি হয়েছিল। পরে সেটিকে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে তৈরি করা হয়। কিন্তু পরিবেশ বিজ্ঞানীরা দাবি করেছেন এই পরমাণু চুল্লি থেকে উৎপাদিত কার্বোন পরিবেশ দ‚ষণ আরও বড়াবে। সূত্র : ওয়ান ইন্ডিয়া।



 

Show all comments
  • রিমন ৫ জানুয়ারি, ২০২০, ১০:৪৯ এএম says : 0
    পরিবেশের কথাও একটু চিন্তা করা উচিত তাদের
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ