Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষস্থান মজবুত করতে মাঠে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ৮:৫৬ পিএম

লা লিগায় শীর্ষস্থান মজবুত করার মিশনে মাঠে নামবে বার্সেলোনা। এ যাত্রায় প্রতিপক্ষ এস্পানিওল। আরসিডিই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত ২টায়।
বড় দিনের বিরতিতে যাওয়ার আগে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছিল বার্সেলোনা। আনন্দ উদযাপন শেষে আবারও মাঠের লড়াইয়ে নামছে কাতালানরা। এস্পানিওলের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ বার্সার জন্য। কারণ ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। ম্যাচে কোনো ভুল করলেই শীর্ষে ওঠার সুযোগ পেয়ে যাবে মাদ্রিদিস্তানরা।
ইনজুরিতে মাঠে নামতে পারবেন না ডেম্বেলে। অনিশ্চয়তা আছে আনসু ফাতি ও আর্থারের খেলা নিয়েও। গোলরক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকায় স্টেগ্যানকে নাও দেখা যেতে পারে। কারণ হাঁটুর ইনজুরিতে ভুগছেন তিনি। সেক্ষেত্রে অভিষেক হতে পারে নেতোর। ইনজুরি থাকবেই। এসব নিয়ে ভাবছেন না বার্সেলোনা কোচ। এস্পানিওলের বিপক্ষে মূল্যবান তিন পয়েন্ট সংগ্রহের দিকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ