Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চীনে ছড়িয়ে পড়েছে রহস্যজনক ভাইরাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মধ্য চীনের ইউহান শহরে ‹রহস্যজনক› নিউমোনিয়ার আক্রমণ দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৪৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ নিয়ে তদন্ত করতে কর্তৃপক্ষ এরইমধ্যে তৎপরতা শুরু করেছে।

উল্লেখ্য, চীনে উৎপত্তি হওয়ার পর সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০২-০৩ সালে বিশ্বে আট হাজার মানুষ প্রাণ হারায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের শঙ্কা ছড়িয়ে পড়েছে যে, অত্যন্ত সংক্রামক এই রোগের সাথে হয়তো নতুন রহস্যজনক এই ভাইরাসের মিল রয়েছে। তবে যাচাই বাছাই ছাড়া ইন্টারনেটে ভুল তথ্য প্রকাশ বা ছড়িয়ে দেওয়ার অভিযোগে এ পর্যন্ত আট জন শাস্তি দেওয়ার কথা জানিয়েছে ইউহান পুলিশ।

চীনের ওই রহস্যময় সংক্রমণের পর সেখান থেকে আসা পর্যটকদের স্ক্রিনিং বা পরীক্ষা করতে শুরু করেছে সিঙ্গাপুর ও হংকং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ