Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বছর পর অভিনয়ে দিলরুবা সাথী

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চ্যানেল আই’য়ে নিয়মিত উপস্থাপনা করে একজন উপস্থাপিকা হিসেবে দর্শকের মনে স্থান করে নিয়েছেন উপস্থাপিকা দিলরুবা সাথী। পুরোদমে চ্যানেল আইয়ের সাথে কাজ শুরুর আগে নিয়মিত নাচে যেমন পাওয়া যেত তেমনি অভিনয়ও করতেন তিনি। তবে চ্যানেলে উপস্থাপনা নিয়ে সাথীকে এতটাই ব্যস্ত থাকতে হয় যে, নাচ আর অভিনয়ে আলাদা সময় দেয়া হয়ে উঠে না। ফলে এই দুটো মাধ্যম থেকে তাকে দূরে থাকতে হচ্ছে। সর্বশেষ তিন বছর আগে দিলরুবা সাথী একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। নাটকের নাম ‘অতৃপ্ত কামনা’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছিলেন মাসুদ চৌধুরী। এরপর সাথীকে আর কোন নাটকে অভিনয়ে দেখা যায়নি। তিন বছর পর রেজানুর রহমানের নির্দেশনায় স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘সাইরেন’ নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকে সাথী অভিনয় করেছেন জয়া চরিত্রে। বলা যায় এটি নাটকের কেন্দ্রীয় একটি চরিত্র। এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলরুবা সাথী বলেন, ‘রেজানুর রহমান ভাই যেহেতু আমাদের চ্যানেল আইয়েরই একজন, তাই তার নাটকে নিজের সুবিধামতো সময়েই কাজটি করতে পেরেছি। তাছাড়া জয়া চরিত্রটি পড়েও আমার খুউব ভালোলেগেছে বিধায় কাজটি বেশ আগ্রহ নিয়ে করেছি আমি। আশাকরি ভালোলাগবে দর্শকের।’ আসছে স্বাধীনতা দিবসে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে। এদিকে গত বৃহস্পতিবার দিলরুবা সাথী সড়ক দুর্ঘনায় কিছুটা আহত হন। কিন্তু তাতে তিনি তার পেশাগত কাজ থেকে সরে দাঁড়াননি। গতকাল সকালে ‘চ্যানেল আই’র ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন। গতকাল তার অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এদিকে দিলরুবা সাথী চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’, ‘সিটিসেল তারকা কথন’ ও ‘ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব’ নিয়মিত উপস্থানা করছেন। উপস্থাপনায় নিজের আজকের অবস্থান নিয়ে দিলরুবা সাথী সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, আমিরুল ইসলাম ও অনন্যা রুমা’র কাছে।
ছবিঃ দিলরুবা সাথী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন বছর পর অভিনয়ে দিলরুবা সাথী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ