Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ইন্দোনেশিয়ায় বন্যায় হাজার হাজার ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ায় প্রায় দুই লাখ মানুষ এখনো (শনিবার পর্যন্ত) তাদের নিজ বাসস্থানে ফিরে যেতে পারেনি। এদিকে এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ পার্শ্ববর্তী আরো অনেক এলাকা পানিতে নিমজ্জিত হওয়ায় পুরো অঞ্চলের এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। নববর্ষের প্রাক্কালে শুরু হওয়া প্রবল বর্ষণে রাজধানী অঞ্চল ও পার্শ্ববর্তী লিবাকে আকস্মিক বন্যা ও ভ‚মিধসের ঘটনা ঘটে। গতকাল ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানায়, এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ