Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

২০ অ্যালবাম নিয়ে গানবক্স-এর যাত্রা শুরু

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই বাংলাদেশি মোবাইল কোম্পানিদের সাথে মোবাইল কনটেন্ট প্রোভাইডার (সিপি) হিসেবে কাজ করে আসছে বিভিন্ন রকম এন্টারটেইনমেন্ট সার্ভিস নিয়ে অ্যাডবক্স বাংলাদেশ লি.। এবার প্রতিষ্ঠানটি সরাসরি গান প্রযোজনা-পরিবেশনায় এসেছে। অ্যাডবক্স-এর জনপ্রিয় মিউজিক অ্যাপ ‘গানবক্স’ এর মাধ্যমে ঈদ উপলক্ষে প্রকাশ হলো ২০টি একক ও মিশ্র গানের অ্যালবাম। যার মাধ্যমে এখন থেকে শ্রোতারা প্রিয় শিল্পীদের নতুন নতুন অসংখ্য গান শুনতে পাবেন নিরবচ্ছিন্নভাবে। এই উপলক্ষে ২৫ জুন, শনিবার নতুন অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করলো প্রতিষ্ঠানটি। এদিন বিকালে রাজধানীর বেইলি রোডের থার্টি থ্রি রেস্তোরাঁয় অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রায় অর্ধ শতাধিক কণ্ঠশিল্পী-সুরকার-গীতিকবি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডবক্স-এর সিইও শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম (সামির), পরিচালক, গাজী শওকত হায়াত, ম্যানেজার মাহবুব মুক্তাদির এবং কনসালটেন্ট-কণ্ঠশিল্পী তৌসিফ। শুভেচ্ছা বক্তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম (সামির) বলেন, ‘বাংলাদেশের এন্টারটেইনমেন্ট বিভাগের রুচি এবং পরিবেশনায় গত কয়েক বছর যাবত একটু ভিন্ন রকম দাঁড়িয়েছে। অর্থাৎ বিনোদন মানেই এখন অনলাইন কেন্দ্রিক প্রায় সব কিছু। সেই প্রেক্ষিতে দেশীয় সংগীত এবং শিল্পীদের একটি নতুন সুযোগ এবং এক্সপার্ট গাইডলাইন দেয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এদিকে গানবক্স-এর কনসালটেন্ট কণ্ঠশিল্পী তৌসিফ বলেন, দেশীয় সংগীত বিকাশের লক্ষ্যে কাজ করার জন্য গানবক্স বদ্ধপরিকর। আমাদের ইচ্ছা এই প্রজন্মের শিল্পী ও শ্রোতাদের জন্য একটি আদর্শ মিউজিক অ্যাপ এবং প্ল্যাটফর্ম উপহার দেয়া। আমাদের অ্যাপ থেকে আপাতত ফ্রি গান শুনতে গুগল প্লেস্টোরে গিয়ে গানবক্স অ্যাপটি ডাউনলোড করতে হবে। গানবক্স-এর এই ঈদ আয়োজনে থাকছেন অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, রিজিয়া পারভীন, ইবরার টিপু, বাপ্পা মজুমদার, সাবা তানি, জুয়েল মাহমুদ, জয় শাহরিয়ার, তৌসিফ, ন্যান্সি, সালমা, কিশোর, সাজু, এলিটা, নউমি, কাজী শুভ, পলাশ, সাগর, শারিদ বেলাল, অনন্যা, এসএম তুষার, নদী, মেহেদী, শাহেদ, রেজওয়ান শেখ, স্বরলিপি, লুইপা, পলক হাসান, জান্নাত পুষ্প, মোহনা, আরিফসহ প্রায় অর্ধশতাধিক শিল্পী-সুরকারের একক ও মিশ্র অ্যালবাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২০ অ্যালবাম নিয়ে গানবক্স-এর যাত্রা শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ