Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ফেনীর ফুলগাজীতে ছুরি ধরে ধর্ষণের অভিযোগ

ফুলগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ৩:৩২ পিএম

ফেনীর ফুলগাজীতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন তার অভিভাবকেরা। আজ শনিবার সকালে উপজেলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো আজ সকালে স্কুল শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যায় ওই শিক্ষার্থী। পথিমধ্যে স্থানীয় বখাটে সোহাগ রাস্তায় গতিরোধ করে গলায় ছুরি ধরে পার্শ্ববর্তী খাল পাড়ে নিয়ে ধর্ষণ করে। এসময় চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দিলে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। নির্যাতিতা ওই স্কুল ছাত্রী উপজেলার বন্ধুয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারি জানান, ওই স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পেলে ধর্ষণ কিনা নিশ্চিত হওয়া যাবে।

ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি পুলিশ উদ্ধার করেছে। আমরা ঘটনাস্থলেই আছি। অভিযুক্তকে ধরতে চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ