Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিবসের আয়োজনে গাজীপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : স্বেচ্ছাসেবী সংগঠন ‘দিবস’-এর আয়োজনে ‘স্বপ্নকলা সাংস্কৃতিক ভুবন’-এর সহযোগিতায় গাজীপুর মহানগরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরের বোর্ডবাজারের গাছা বঙ্গবন্ধু কলেজে গজল, কবিতা আবৃত্তি, নাচ, গান, চিত্রাঙ্কন এবং অভিনয়ের উপর প্রায় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। উক্ত অনুষ্ঠানে গাছা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলহাজ এম এ কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মহিউদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪, ৩৫ এবং ৩৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রিনা হালিম, ‘স্বপ্নকলা সাংস্কৃতিক ভুবন’ এর প্রতিষ্ঠাতা পরিচালক রিয়াজ মাহমুদ মিঠু, গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, চান্দুরা ফাযিল মাদরাসার শিক্ষক মাওলানা তাজুল ইসলাম, কবি, সাহিত্যিক, লেখক জাহাঙ্গীর আলম বাবুল ও কাজী আঃ কাদের এবং সমাজসেবক মোঃ জসিম উদ্দিন বয়াতী প্রমুখ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন ‘দিবস’ এর প্রতিষ্ঠাতা সভাপতি সজীব শেখ, এবং সঞ্চালনা করেন ‘স্বপ্নকলা সাংস্কৃতিক ভুবন’ এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদ আহমাদ। গজল, কবিতা আবৃত্তি, নাচ, গান, চিত্রাঙ্কন এবং অভিনয়ে যথাক্রমে প্রথম স্থান অধিকার করেন মোসাঃ সাইমুনা আক্তার মিতু, মোসাঃ সীমা আক্তার, লাবণ্য-তামান্না-সোনিয়া, আব্দুল্লাহ আল নাঈম, অরণ্য দাস শুভ্র, মোঃ আরমান মিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ফাতেমা আক্তার মিম, সাবিহা ইসলাম, পারভেজ কাজী রবিন, ফাতেমা আক্তার, মোঃ আবু বকর সিদ্দিক, হাবিব ও তার দল। তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে আব্দুল্লাহ আহমান, ফাবিহা ইসলাম, মোঃ শাহ আলম, তাবাসসুম, সাবিহা ইসলাম। গজল, কবিতা আবৃত্তি, নাচ, গান, চিত্রাঙ্কন এবং অভিনয়ে যথাক্রমে বিচারকার্য সম্পন্ন করেন মোঃ শাহজালাল আল রাসেল, ডাঃ মীর শামসুন্নাহার তমা, হাবিবা ইয়াসমিন তমা, আলমগীর কবির রাজু, কামরুন্নাহার মুন্নী এবং মুহাম্মদ আব্দুল কাইয়ুম ভূঞা। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ‘স্বপ্নকলা সাংস্কৃতিক ভুবন’ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সোহেল, ডাঃ আবিদা সুলতানা আইরিন, তাওলাদ মাহমুদ পান্না, আশা মনি, ‘স্বপ্নকলা সাংস্কৃতিক ভুবন’ এর সদস্য তাসনুবা শহীদ ইউয়ানা, মাজহারুল ইসলাম মুমতাহিন, মেহজাবীন মাহতাবান, ‘দিবস’ এর সদস্য মোসাম্মাৎ নুরজাহান, মোঃ রায়হান অর্নব, তারেক মাহমুদুল হাসান এবং নাসির উদ্দিন প্রমুখ।
ছবিঃ দিবস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিবসের আয়োজনে গাজীপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ