Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই সুন্দরী জনপ্রিয় নায়ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

কিছুদিন আগেই ‘ড্রিমগার্ল’ ছবিতে আয়ুষ্মান খুরানাকে দর্শক দেখেছেন নারীর চরিত্রে। এবার আরও চমক নিয়ে এলেন মেধাবী অভিনেতা রাজকুমার রাও। বিশেষ মেকআপ দেখে তাকে চেনার কোনো উপায়ই নেই।

জানা গেছে, অনুরাগ কাশ্যপের ছবি ‘লুডো’তে রাজকুমারকে দেখা যাবে দুটি লুকে। এর একটি পুরুষ এবং অন্যটি নারীর। অভিনেতা বছরের শুরুতেই শেয়ার করলেন এই বিশেষ দুটি লুক। স্বাভাবিকভাবেই নারীর বেশভ‚ষায় দেখে সবার মাঝে সাড়া পড়ে গেছে।

সবুজ লেহেঙ্গা ও ম্যাচিং চোলি পরা রাজকুমার এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্র ভাইরাল। অনেকেই আবার প্রথমে ছবিটি আলিয়া ভাটের বলে ভুল করেন। তবে ওই ছবিতে রাজকুমারের আরও একটি লুক রয়েছে। সেটিও শেয়ার করেছেন তিনি। সেখানে পুরুষের বেশভ‚ষাতেই রয়েছেন। অনেকটা সেই আশির দশকের মিঠুন চক্রবর্তীর কথা মনে পড়ে যায়।

‘লুডো’ মূলত একটি অ্যান্থোলজি ছবি ও ডার্ক কমেডি ঘরানার। নির্মাতারা স¤প্রতি প্রকাশ করেছেন ছবির পোস্টার। বলিউডের প্রথম সারির একগুচ্ছ তারকাদের দেখা যাবে এই ছবিতে। আছেন অভিষেক বচ্চন, আদিত্য রায় কাপুর, সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ, রোহিত সরাফ, পঙ্কজ ত্রিপাঠী ও পার্ল মানে।

এদিকে ২০১৯ সালে একাধিক ছবি দিয়েও তেমন সফলতা পাননি রাজকুমার। চলতি বছর তার হাতে দারুণ কিছু ছবি। আর শুরুটা হতে যাচ্ছে ‘লুডো’ দিয়ে। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ