প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আসন্ন ‘দ্য মেট্রিক্স’ সিরিজের চতুর্থ পর্বে ইয়াহিয়া আবদুল-মাতিন তরুণ মর্ফিয়াসের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে। একটি ওয়েবসাইট জানিয়েছেন বিজ্ঞানকল্প সিরিজটির আগামী পর্বে ‘অ্যাকুয়াম্যান’ তারকাটি মূল তিন চলচ্চিত্রে লরেন্স ফিশবার্ন রূপায়িত চরিত্রে অভিনয় করবেন। ট্রিলজিতে মর্ফিয়াস নেবুকাদনেজার জাহাজের ক্যাপ্টেন এবং সেই কিয়ানু রিভস রূপায়িত ‘দি ওয়ান’ নিওকে খুঁজে বের করে। ফিশবার্ন নতুন এই পর্বে থাকবেন কী না জানা যায়নি। গত অক্টোবরে জানা যায় ইয়াহিয়া ‘দ্য মেট্রিক্স ফোর’-এ অভিনয় করবেন। প্লটের বিশদ জানা যায়নি। লানা ওয়াচোস্কি চলচ্চিত্রটি পরিচালনা করবেন। বোন লিলির সঙ্গে তিনি প্রথম তিন পর্ব পরিচালনা করেছিলেন। নিওর ভূমিকায় রিভস ছাড়া ট্রিনিটির ভূমিকায় ক্যারি-অ্যান মস এবং নায়োবির ভূমিকায় জেডা পিঙ্কেট স্মিথ ফিরবেন। লানার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন আলেকসান্ডার হিমন এবং ডেভিড মিচেল। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং ভিলেজ রোডশো চলচ্চিত্রটির তত্ত্বাবধান করছে। সিরিজের ‘মেট্রিক্স’ (১৯৯৯), ‘মেট্রিক্স রিলোডেড’ (২০০৩) এবং ‘মেট্রিক্স রেভোলিউশন্স’ (২০০৩) চলচ্চিত্রগুলোতে মেট্রিক্স নামের এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সত্তা মানবজাতিকে নিয়ন্ত্রণ করে। আর মানুষ এক বিকল্প বাস্তব জগতে বাস করে। তিনটি ফিল্ম ১.৬ বিলিয়ন ডলার আয় করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।