Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-পাক সিরিজ শুরুর স্বপ্ন দেখছেন রশিদ লতিফ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ৮:৩৫ পিএম

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির হাত ধরে আবার ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর স্বপ্ন দেখছেন সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ৷
২০০৪-এ তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর উদ্যোগে সৌরভের নেতৃত্বে পাকিস্তানের মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছিল ভারত৷ সেবার টেস্ট সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানের মন জয় করে ফিরেছিল ভারত৷ তারপর একবার মাত্র পাকিস্তান সফরে গিয়েছিল ভারত৷ ২০০৫-০৬ মৌসুমে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারত পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গেলেও সিরিজ হেরেছিল দ্রাবিড়ের ভারত৷
গত অক্টোবরে বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন সৌরভ৷ এবার সৌরভের হাত ধরেই ফের ভারত-পাক দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর স্বপ্ন দেখছে পাকিস্তান৷ লতিফ বলেন, ‘২০০৪-এ যখন বিসিসিআই পাকিস্তান সফর করতে রাজি হয়নি, তখন সৌরভ বিসিসিআই ও প্লেয়ারদের বিরুদ্ধে পাক সফরে রাজি করিয়েছিল৷ এটা ভারতের স্মরণীয় পাক সফর ছিল৷ দুর্দান্ত লড়াইয়ের পর ভারত সিরিজ জিতেছিল৷’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ