Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বছরের প্রথম টেস্টেই সেঞ্চুরি লাবুশেনের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ৮:১৯ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনি টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। নতুন বছরের প্রথম টেস্টের প্রথম দিনই অপরাজিত ১৩০ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। ফলে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেটে ২৮৩ রান করেছে অস্ট্রেলিয়া। এছাড়া সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ৬৩ রান।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় অসিরা। ওপেনার জো বার্নসকে ১৮ রানে থামিয়ে দেন নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার কলিন ডি গ্র্যান্ডহোম। এরপর আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের সাথে জুটি বাঁধেন লাবুশেন। দলের স্কোর সামনের দিকে টেনে নিয়ে যান তারা। দলীয় স্কোর একশতে পৌছানোর আগেই বিচ্ছিন্ন হন ওয়ার্নার ও লাবুশেন। ইনফর্ম পেসার নিল ওয়াগনারের শিকার হয়ে ৪৫ রানে আউট হন ওয়ার্নার।
দলীয় ৯৫ রানে ওয়ার্নার ফিরলে ক্রিজে লাবুশেনের সঙ্গী হন স্মিথ। দু’জনে অবিচ্ছিন্ন থেকে দ্বিতীয় সেশন শেষ করেন। ২ উইকেটে ১৮২ রান নিয়ে চা-বিরতিতে যায় অস্ট্রেলিয়া। বিরতি থেকে ফিরে ইনিংসের ৭২তম ওভারে বাউন্ডারির সহায়তায় ১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির স্বাদ নেন লাবুশেন।
সেঞ্চুরির স্বাদ নিয়েও, দলের ও নিজের ইনিংসটি বড় করছিলেন লাবুশেন। তার সাথে তাল মিলিয়ে রানের চাকা সচল রাখেন স্মিথ। কিন্তু ব্যক্তিগত ৬৩ রানে থেমে যেতে হয় স্মিথকে। গ্র্যান্ডহোমের দ্বিতীয় শিকার হবার আগে ২৯তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ১৮২ বল মোকাবেলা করে ৪টি চার মারেন স্মিথ। তৃতীয় উইকেটে স্মিথ-লাবুশেন ১৫৬ রানের জুটি গড়েন।
স্মিথ ফিরে গেলে ম্যাথু ওয়েডকে নিয়ে দিনের বাকী সময়টুকুতে আর কোন বিপদ হতে দেননি লাবুশেন। ফলে ভালো অবস্থায় থেকে প্রথম দিন শেষ করতে পারে অস্ট্রেলিয়া। ১২টি চার ও ১টি ছক্কায় ২১০ বলে অপরাজিত ১৩০ রান করেন লাবুশেন। ওয়েড অপরাজিত আছেন ২২ রানে। নিউজিল্যান্ডের গ্র্যান্ডহোম ২টি ও ওয়াগনার ১টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ২৮৩/৩, ৯০ ওভার (লাবুশেন ১৩০*, স্মিথ ৬৩, গ্র্যান্ডহোম ২/৬৩)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ