Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে জিনের রানী সহ ৩জন কারাগারে

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ৭:৩০ পিএম
ঝালকাঠির রাজাপুরে জিনের ভয় দেখিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি সোনা হাতিয়ে নেয়ার অভিযোগে কথিত জিনের রাণী আছিয়া খাতুনকে গ্রেফতার করেছে রাজাপুর থানা  পুলিশ। এসময় আছিয়া খাতুন   ভাই কাওসার সিকদার
তাদের পিতা মন্নাফ সিকদারকে গ্রেফতার করা হয়।তাদের বাড়ি উপজেলার মনোহরপুর গ্রামে। 
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে গ্রেফতার তিনজনকে ঝালকাঠি আদালতে প্রেরন করেছেন পুলিশ।বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠিয়েছে ।
জানা গেছে--রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের সাবেক স্কুল শিক্ষকমরহুম  মোকসেদ আলীর স্ত্রী আম্বিয়া খাতুন বাদি হয়ে ৫ জনের নামে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে রাজাপুর থানায় এ মামলা করলে পুলিশ রাতেই ৩জন  আসামিকে গ্রেফতার করে। অপর আসামির সহোদর ফরিদ সিকদার ও ইব্রাহিম পলাতক।
মামলা সূত্রে জানা গেছে, মামলার প্রধান  আসামি আছিয়া খাতুন নিজেকে কোরআনের হাফেজ দাবি করে বাবা মন্নাফের বাড়িতে এলাকার মহিলাদের নিয়ে কয়েক বছর যাবৎ তালিমের মাধ্যমে কোরআন শিক্ষা সহ বিভিন্ন হাদিসের মাধ্যমে ইসলামের দাওয়াত প্রচার করে এবং মাঝে মধ্যে তার কাছে জিন আসে এই কথা বলে নানা অযুহাতে টাকা ও সোনা হাতিয়ে নিতে শুরু করে।  মামলার বাদি আম্বিয়া খাতুনকে বিভিন্নভাবে জিনের ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় বাদীর নিকট থেকে ৪ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ১১ ভরি সোনার গয়না হাতিয়ে নেয়।এ ব্যাপারে রাজাপুর থানার মামলা নং ৩ তারিখ ৩/১/২০২০ ধারা  ৪২০/৪০৬/৫০৮/১০৯/১১৪/৫০৬ পেনালকোট।
রাজাপুর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ  জানান, মামলার এজাহার ভূক্ত ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিনের রানী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ