Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ কাপ্তাই রেঞ্জ বিরল প্রজাতির এক অগজর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় অবমুক্ত করে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এসএম মাহবুব উল আলম জানান, রাঙামাটি সদর হাসপাতাল এলাকা হতে একদিন পূর্বে এ বিরল প্রজাতির সাপটি দেখতে পায়। হাসপাতাল কর্তৃপক্ষ বনবিভাগ কর্তৃপক্ষকে খবর দিলে তারা গিয়ে সাপটি উদ্বার করে। বন বিভাগীয় কর্মকর্তা কাপ্তাই রেঞ্জ (বন বিভাগ) এটি জাতীয় উদ্যানে ছেড়ে দেয়ার জন্য হস্তান্তর করে। পরে কাপ্তাই ন্যাশনাল পার্কে রামপাহাড় বিটের ২০১৮-১৯ সনের বাগানে এ বিরলপ্রজাতির সাপটি অবমুক্ত করে। যার দৈঘ্য ১৬ ফুট এবং ওজন ত্রিশ কেজির বেশি বলে উল্লেখ করেন। বন কর্মকর্তারা বলেন, এর পূর্বে গত বছর আরো ৯টি সাপ অবমুক্ত করা হয়। কিন্ত এতবড় সাপ এটিই প্রথম বলে উল্লেখ করেন। অবমুক্ত করার সময় সহকারী বনসংরক্ষক মোস্তাফিজুর রহমান, সদর বিট কর্মকর্তা মো. তানজিুলুর রহমান, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো. কবির হোসেন, রামপাহাড় বিট কর্মকর্তা আবুল হাশেম, বনরক্ষী ফরিদ উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ