Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে মুজিববর্ষ উপলক্ষে নগরীর আলকরন সুলতান আহমদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল। গত বুধবার রাতে ফলক উন্মোচন করে এ ম্যুরাল উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ম্যুরালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং শেখ হাসিনার অন্যতম সাফল্য নতুন বছরের বই উৎসব টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, নগরীকে দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন সৌন্দর্যবর্ধনের অনেক কাজ করেছে। এছাড়া ইতিহাস ও ঐতিহ্যকে নব প্রজন্মের কাছে পরিচয় ও জানার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে। বরেণ্য ব্যক্তিদের ভাষ্কর্য স্থাপিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বক্তব্য রাখেন কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, লুৎফুন্নেছা দোভাষ বেবী, আবদুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র নাছির

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ