Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান ভূপাতিত করার ঘটনা ভুলে না যেতে ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ২:২৩ পিএম

ভারতের নতুন বিমানবাহিনী প্রধানের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান। জেনারেল মনোজ মুকুন্দ নরবণের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও প্ররোচনামূলক বলে বিবৃতি প্রকাশ করেছে ইসলামাবাদ। বালাকোটে ব্যর্থ অভিযানের পর ভারতীয় মিগ বিমান বিধ্বস্ত করা ও পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করার প্রসঙ্গ টেনে ইমরান খান সরকারের পাল্টা হুঁশিয়ারি, ওই ঘটনার কথা ভারত যেন ভুলে না যায়। তা ছাড়া ওই ধরনের হামলা হলে পাকিস্তান যে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত বলে জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে মঙ্গলবার দায়িত্ব নিয়েছেন মনোজ মুকুন্দ নরবনে। ওই দিনই সংবাদ সংস্থা পিটিআই-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পাকিস্তান সন্ত্রাসে মদত দেয়া বন্ধ না করলে পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসের উৎসস্থলে পূর্ব-পরিকল্পিত আঘাত করার অধিকার ভারতের রয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোটে অভিযানই তার প্রমাণ বলেও মন্তব্য করেন জেনারেল নরবণে।

পরের দিনই জবাব দিলো পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিয়ন্ত্রণরেখায় পূর্ব-পরিকল্পিত হামলা সম্পর্কিত ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্যকে খারিজ করছে পাকিস্তান। পাকিস্তান অধিকৃত কাশ্মিরে বা পাকিস্তানের অভ্যন্তরে ভারতের দিক থেকে যেকোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তান যে প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রস্তুত তা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। বালাকোটে ভুল অভিযানের পর পাকিস্তান কী জবাব দিয়েছিল, সেটা যেন কেউ ভুলে না যায়।’’

এর সঙ্গেই শান্তির বার্তাও দেয়া হয়েছে ইসলামাবাদের পক্ষ থেকে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারত যতই উস্কানি দিক, গোটা অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান কাজ করে যাবে।’’

গত বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী সন্ত্রাসী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বাড়ে। তার পর ২৬ ফেব্রুয়ারি ভোর রাতে পাকিস্তানে ঢুকে বালাকোটে অভিযান চালিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। পর দিন জবাব দেয় পাকিস্তান। এ সময় পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ বিমান বিধ্বস্ত করে ও এর পাইলট অভিনন্দনকে গ্রেফতার করে। পরে পাকিস্তান তাকে মুক্তি দেয়।



 

Show all comments
  • Md Azadul Islam ২ জানুয়ারি, ২০২০, ২:৫৭ পিএম says : 0
    শালীনতা বজায় রেখে বক্তব্য দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ।
    Total Reply(1) Reply
    • Badrul Alam ৪ জানুয়ারি, ২০২০, ৭:২০ এএম says : 4
      In Kashmir a lot of Mass graves were uncovered. In there hundreds of thousands of Kashmiries dead bodies in there. Only 40 Soldiers were killed at the counter action. It is not any fault compaired to what Indians did.
  • jack ali ২ জানুয়ারি, ২০২০, ৮:০৮ পিএম says : 0
    May Allah destroy Modi and his barbarian Army. Ameen
    Total Reply(0) Reply
  • wayas ২ জানুয়ারি, ২০২০, ৯:৫৩ পিএম says : 0
    ধন্যবাদ পাকিস্তানকে শান্তির বার্তা দেওয়ার জন্য।
    Total Reply(0) Reply
  • সত্য কথা ৪ জানুয়ারি, ২০২০, ২:৩৪ এএম says : 0
    ভারতের রাজনীতি পাকিস্তান কেন্দ্রীকে পরিণত হয়েছে, ভারত চিল্লা চিল্লি করবে পাকিস্তান কাজে প্রামাণ করে দিবে, ভারতের ........দের পাকিস্তানের কথা বলে বলে বিজেপি ভোট নেয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ