Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

৫ দফা দাবিতে ঢামেক হাসপাতাল কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ, শূন্যপদে নিয়োগ এবং পদোন্নতির ব্যবস্থাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢামেক হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সমন্বয় পরিষদ। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তারা এ কর্মসূচি পালন করেন। এতে বিভিন্ন সরকারি হাসপাতালের কর্মকর্তারাও যোগ দেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের সভাপতি মো. আবু সাঈদ মিয়া। তিনি বলেন, সরকারি হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ প্রথা বাতিল করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির সব পদে রাজস্ব খাতে নিয়োগ দিতে হবে। ডিপিসির মাধ্যমে পদোন্নতিযোগ্য শূন্যপদে দ্রুত পদোন্নতি দিতে হবে। আগামী ২১ জানুয়ারির মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। এ সময়ের মধ্যে দাবি না মানলে, কোনো ধরনের অপ্রীতিকর, অবাঞ্ছিত ঘটনা ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে জানান আবু সাঈদ।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী কেন্দ্রীয় সমিতির সভাপতি এম এ হান্নান, তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এস এম আব্দুর রব, সাধারণ সস্পাদক মো. মজিবুর রহমান খান, বক্ষব্যাধি সরকারি হাসপাতালের সভাপতি মো. নাসির আলম, মিটফোর্ড হাসপাতালের সভাপতি মোজাফফর হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢামেক হাসপাতাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ