Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বগুড়ায় সিপিবির মানববন্ধন

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস
টার্গেট কিলিং, অব্যাহত গুম-খুন-হত্যা-ধর্ষণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ঈদের পূর্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে সিপিবি-বাসদ বগুড়া জেলার উদ্যোগে গতকাল সোমবার সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, বাসদ জেলা আহ্বায়ক অ্যাডঃ সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাড: দুলাল কুন্ড, সিপিবি জেলাসহ সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, বাসদ জেলা সদস্য মাসুদ পারভেজ, দিলরুবা নূরী। সমাবেশে বক্তারা বলেন, দেশবাসী এক গভীর সংকটে দিনাতিপাত করছে। প্রত্যেক দিন কোথাও না কোথাও একের পর এক টার্গেট কিলিং হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা প্রতি মুহূর্তে হুমকির মধ্যে আছে। অব্যাহত খুন, হত্যা, ধর্ষণ হচ্ছে অথচ তার কোন বিচার জনগণ দেখতে পারছে না, বিচার নিয়ে চলছে টালবাহানা। নেতৃবৃন্দ অবিলম্বে এই খুন-হত্যা-ধর্ষণ বন্ধ করার দাবি জানান। সেই সাথে নেতৃবৃন্দ মূল্যবৃদ্ধি বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ ঈদের পূর্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানান এবং এই অব্যাহত খুন-হত্যা-ধর্ষণ বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়ায় সিপিবির মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ