Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়তি চাহিদা মেটাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

এমএ ছালাম, মহাদেবপুর (নওগাঁ) থেকে

চলতি রমজান মাসে টুপিই বদলে দিয়েছে হাজার হাজার নারীর জীবনমান। কথায় আছে ইচ্ছা থাকলেই উপায় হয়। রমজান মাসে ঈদকে সামনে রেখে এ কথার স্বার্থকতা প্রমাণ করেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাজার হাজার নারী। এসব নারীর বেশির ভাগই প্রত্যন্তপল্লীর দরিদ্র শ্রেণির। যারা ছিল এক সময় অসচ্ছল। অতিকষ্টে চলতো তাদের সংসার। অন্নের জোগাড় হলেও সন্তানের পড়ালেখার খরচ জুটতো না। এরকম কষ্টের মধ্যে থাকা নারীরা আজ টুপির বদৌলতে রমজানে এসে ঘুরে দাঁড়িয়েছেন। টুপি তৈরি থেকে পাওয়া টাকায় প্রয়োজন মিটিয়েও কিছু টাকা তারা এখন সঞ্চয়ও করছেন। সঞ্চয়ের এ টাকা সংসারের আপদকালীন সময় বেশ উপকারে আসছে। কখনোও মনের বাসনাও পূরণ করছেন সংসারের আসবাবপত্র ক্রয় করে। টুপি তৈরিতে অফসিজন বলে কিছু নেই। সারা বছরই সিজন। তবে বছরে ২ ঈদ মৌসুমে কাজের চাপ অত্যন্ত বেড়ে যায়। আর রমজান মাসে কাজের চাপ থাকে মাত্রা ছাড়ানো। উপজেলার বিভিন্ন গ্রামের অনেক নারী আবার সারাবছরই ব্যস্ত থাকেন টুপি তৈরিতে। কারণ দেশের চাহিদা পূরণের পর এসব টুপি চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। দেশি-বিদেশি চাহিদার সাথে ২ ঈদে এসে কয়েকগুণ বাড়তি চাহিদা থাকায় দেখা যায়, চাহিদা মোতাবেক টুপি সাপ্লাই দিতে পারছেন না তারা। টুপির এ বাড়তি চাহিদা পূরণ করতে দিনরাত পরিশ্রম করেন তারা। উপজেলায় প্রায় ২০ হাজার নারী কারিগর টুপি তৈরির সাথে জড়িত বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। আগে এসব পরিবারের নারীরা শুধু পুরুষ সদস্যের আয়ের উপর নির্ভরশীল ছিলেন। ওই পরিবারের নারীরা এখন টুপি তৈরির মাধ্যমে বাড়তি আয় যোগ করে সংসারে এনেছেন সচ্ছলতা। উপজেলার শিবরামপুর, বিলমোহাম্মদপুর, লক্ষণপুর, রামচন্দ্রপুর, হেরেমনগর, রামরায়পুর, বাগডোব, ফাজিলপুর, চকগোবিন্দ, ডিমজাউন, গোপিনাথপুর ও ভালাইন গ্রাম ঘুরে দেখা যায়, বাড়ি বাড়ি চলছে টুপি তৈরির কাজ। টুপির কারিগরদের মধ্যে তাসলিমা, মৌসুমী, বেলো, ফাতেমা, সুলতানা ও সাবিহা জানান, তারা কাজের ফাঁকে সারাবছর টুপি তৈরি করে প্রতিমাসে গড়ে ৩ হাজার টাকা আয় করেন। ২ ঈদ মৌসুমে এ আয় আরো বেড়ে যায় বলে তারা জানান। শুধু তাসলিমারাই নয়, জোসনা, মারিয়া, মুক্তা, মাসুদা, নাছিমা, আঙ্গুরী ও মাবিয়াসহ হাজার হাজার নারী টুপি তৈরি করে প্রতিমাসে বাড়তি আয়ের মাধ্যমে সংসারের ব্যয় মেটাচ্ছেন। আবার এসব এলাকার অনেক শিক্ষার্থী মেয়েরাও লেখা পড়ার ফাঁকে টুপি তৈরি করে লেখাপড়ার খরচ মিটিয়েও বাড়তি আয় পিতার সংসারে দিচ্ছে। শিক্ষার্থী দিলরুবা, সাথী, নাদিরা ও পারভীন সুলতানা জানায়, তাদের দরিদ্র পিতার পক্ষে জামা কাপড়সহ লেখাপড়ার খরচ জোগানো সম্ভব হয় না। প্রতিবেশীদের কাছে টুপি তৈরি করা শিখে এখন তারাও বাড়তি আয় করে লেখাপড়ার খরচসহ নিজেদের প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে অবশিষ্ট টাকা পিতার সংসারে দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাড়তি চাহিদা মেটাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ